ETV Bharat / city

CPIM : ত্রিপুরায় হামলার নিন্দায় ইয়েচুরি, জাতীয় স্তরে অচ্ছুৎ নয় তৃণমূল

author img

By

Published : Aug 13, 2021, 5:25 PM IST

তৃণমূলের সঙ্গে জোট-জল্পনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) । কিছুটা প্রচ্ছন্ন সমর্থনের সুরেই জানিয়ে রাখলেন, তৃণমূলের অবস্থান আগে নিশ্চিত হওয়া দরকার ।

সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি

কলকাতা, 13 অগস্ট : তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে যতই সংঘাত থাকুক না কেন, জাতীয় রাজনীতিতে তাদের পহেলা নম্বর শত্রু বিজেপিই (BJP) । আলিমুদ্দিন স্ট্রিটে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) । জানিয়ে দিলেন, বৃহত্তর ক্ষেত্রে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে তার দল । বিজেপির মোকাবিলায় তৃণমূলের প্রতি নরম হওয়ার যথেষ্ট ইঙ্গিত দিলেন ইয়েচুরি ৷ এমনকি, সম্প্রতি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়-সহ তৃণমূল নেতাদের উপর হামলার নিন্দাও শোনা গেল সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদকের গলায় ৷

এদিকে আলিমুদ্দিনের নেতাদের এখন মুখ ভার । কড়া শাসানি হজম করতে হয়েছে গোপালন ভবন থেকে । বিজেপি আর তৃণমূলকে একই বন্ধনীতে ফেলে যে নির্বাচনী প্রচার আলিমুদ্দিন থেকে চালানো হয়েছিল, তা মোটেই মেনে নিচ্ছেন না সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতরা । 'বিজেমূল' স্লোগানই যে বিমান-সূর্যদের ডাহা ফেল করার কারণ, তাও বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় কমিটি ।

ত্রিপুরায় জমি পেতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তৃণমূলকে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে । আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্যরাও । বিজেপির এই হামলার কড়া নিন্দা শোনা গেল আজ সীতারাম ইয়েচুরির গলায় ।

তবে কি 'অচ্ছুৎ' তৃণমূলের সঙ্গে ত্রিপুরায় হাত মেলাবে সিপিএম ?

এই বিষয়ে অবশ্য কৌশলে পাশ কাটিয়ে যান সীতারাম । যদিও সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি । বললেন, "গঙ্গা দিয়ে এখনও অনেক জল বয়ে যাওয়া বাকি । তৃণমূলের অবস্থান আগে নিশ্চিত হওয়া দরকার । ত্রিপুরার ভোট এখনও অনেক দূরে । তাই নিয়ে এখন থেকে জল্পনার কোনও অর্থ হয় না ।"

আরও পড়ুন : Sitaram Yechury: বিজেমূল নিয়ে তোপ সীতারামের, অবসরের বয়সসীমা সিপিএমে

তাহলে কি জাতীয় রাজনীতিতে তৃণমূলকে প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দিচ্ছে গোপালন ভবন ? কংগ্রেস আগেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে । এবার যদি বামেরাও সখ্যতা বাড়ায়, তাহলে ঘটা করে তৈরি করা সংযুক্ত মোর্চার ভবিষ্যত কী হবে ? সিদ্দিকি ভাইজানরা কি এটা মেনে নেবেন ?

সংযুক্ত মোর্চা (United Front) যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে, সেই কথাও বুঝিয়ে দেন সীতারাম ইয়েচুরি । তাঁর মতে, জোট রাজনৈতিক প্রেক্ষিত অনুযায়ী হয় । নির্বাচনের আগে যে জোট গঠন হয়েছিল, তার প্রেক্ষিত এখনও আছে কিনা সেটি বিবেচনা করা দরকার । এর থেকেই স্পষ্ট, এই জোট বর্তমান সময়ে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চায় না বামেরা । আগামী দিনে এই জোট থাকবে, কি থাকবে না... সেই সংক্রান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন তিনি ।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একাধিকবার উঠে এসেছে, নিজেদের অবস্থান স্পষ্ট করুন বামেরা । এবার হয়ত সেই স্পষ্ট বার্তাই দিয়ে রাখল সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব । জানিয়ে দিলেন, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে 14টি বিরোধী দলের লড়াই জারি থাকবে । সেখানে কেউই অচ্ছুৎ নয় । তৃণমূলও নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.