ETV Bharat / city

Anish Khan Murder Case : আনিশ খুনের তদন্তে সিটের জেরার মুখে আমতা থানার দুই আধিকারিক

author img

By

Published : Feb 22, 2022, 5:13 PM IST

sit-questions-amta-ps-officers-on-anis-khan-murder-case
Anish Khan Murder Case : আনিস খুনের তদন্তে সিটের জেরার মুখে আমতা থানার দুই আধিকারিক

ছাত্রনেতা আনিশ খান খুনের (Anish Khan Murder Case) ঘটনায় সোমবার বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে রাজ্য ৷ মঙ্গলবার ভবানী ভবনে সেই তদন্তকারী দল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী এবং মেজবাবু প্রীতম ভৌমিককে জিজ্ঞাসাবাদ করল ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি : এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে হাওড়ার আমতার ছাত্রনেতা আনিশ খান খুনের ঘটনায় সোমবার বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে রাজ্য (SIT for Anis Khan Murder Case) ৷ মঙ্গলবার ভবানী ভবনে সেই তদন্তকারী দলের প্রশ্নের মুখোমুখি হতে হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী এবং মেজবাবু প্রীতম ভৌমিককে ৷

এদিন সাড়ে বারোটা নাগাদ তাঁরা ভবানী ভবনে হাজির হন । এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং সরাসরি কথা বলেন আমতা থানার বড়বাবু এবং মেজবাবুর সঙ্গে । সূত্রের খবর, তাঁদের কাছে জানতে চাওয়া হয় যে ঘটনার দিন তাঁরা কী কী পদক্ষেপ করেছিলেন ? ঘটনার এত পরে কেন ফরেনসিক টিমকে খবর দেওয়া হল ? গোটা ঘটনার বিবরণ কখন, কোন সময় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে জানানো হয়েছিল ? শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে (SIT Questions Amta PS Officers on Anish Khan Murder Case) ৷

সূত্রের খবর, ওই আধিকারিকদের থেকে জানতে চাওয়া হয় আনিশের পরিবারের তরফ থেকে আমতা থানায় বারবার ফোনে যোগাযোগ করা হলেও কেন ঘটনাস্থলে এত দেরিতে ফোর্স পাঠানো হল ? তাছাড়াও ঘটনাস্থলে গিয়ে আনিশের দেহ তাঁরা কী অবস্থায় দেখেছিলেন ? কেন ঘটনার দিন আনিশের ফোন উদ্ধার করা গেল না ? তাছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীকে কেমন ব্যবহার করেছিলেন ?

আরও প্রশ্ন করা হয় যে এলাকায় এত বড় একটি ঘটনা ঘটল এবং ঘটনার 24 ঘণ্টা পর এলাকায় যখন আইন-শৃঙ্খলার অবনতি হল, সেই সময়ে শুধুমাত্র আমতা থানার বড়বাবু এবং পুলিশকর্মী কেন গেলেন ? তাছাড়াও দেহ যেখানে পড়েছিল সেই জায়গা কেন ঘিরে রাখা হয়নি ? তাহলে কি তাঁরা জানতেন না যে যতক্ষণ না ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে, ততক্ষণ ঘটনাস্থল ঘিরে রাখতে হয় ?

ভবানী ভবন সূত্রের খবর, আমতা থানার আরও বেশ কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে । সে ক্ষেত্রে গোটা ঘটনাটি জানার পর হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় নিচুতলার পুলিশকর্মীদের এই ঘটনায় কী কী পদক্ষেপ করতে বলেছিলেন, সেটাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল । প্রয়োজনে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ভবনী ভবনে ঢাকা হতে পারে ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.