ETV Bharat / city

SFI-DYFI Rally: আনিশ খান মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে রাজপথে বামছাত্র-যুবরা

author img

By

Published : Jul 16, 2022, 10:38 PM IST

SFI DYFI Rally on Anish Khan Death issue at Kolkata
SFI-DYFI Rally

আনিশ খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে এবার কলকাতার পথে নামল বামছাত্র-যুবরা(SFI DYFI Rally) ৷ একই দাবিতে রাজ্যের জেলায় জেলায় সই সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে এসএফআই-ডিওয়াইএফআই ।

কলকাতা, 16 জুলাই: হাওড়া আমতার ছাত্ৰ নেতা আনিশ খানের রহস্য মৃত্যুর সিবিআই তদন্তে চেয়ে রাজপথে নামল বাম ছাত্র-যুবরা । শনিবার এসএফআই-ডিওয়াইএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে । পোড়ানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল । একই সঙ্গে দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

গত কয়েক দিন ধরে একই দাবিতে রাজ্যের জেলায় জেলায় সই সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে এসএফআই-ডিওয়াইএফআই । তাদের অভিযোগ, কোনওরকম অভিযোগ ছাড়াই গভীর রাতে পুলিশ আনিশের বাড়িতে গিয়েছিল । পরিকল্পনামাফিক তারা আনিশকে খুন করেছে । এই ঘটনায় অন্যতম দোষী স্থানীয় থানার ওসি ও জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি । রাজ্যের তৃণমূল সরকার পুলিশ দিয়ে আনিশ খানকে খুন করিয়ে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে(SFI DYFI Rally on Anish Khan Death issue at Kolkata) ।

SFI DYFI Rally on Anish Khan Death issue at Kolkata
পোড়ানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বলেন," আনিশ খান মৃত্যু মামলায় প্রথম থেকে রাজ্য পুলিশের উপর কোনওরকম ভরসা ছিল না । আনিশের বাবা রাজ্য পুলিশকে দিয়ে ঘটনা তদন্ত করার বিরোধিতা করেছিলেন । কারণ পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ ।"

আরও পড়ুন: শাসকদলের নেতাদের বাঁচাতে তড়িঘড়ি চার্জশিট দাখিল সিটের, অভিযোগ আনিশ খানের বাবার

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আমতা ছাত্রনেতা আনিশ খান মৃত্যু মামলায় রাজ্যের গঠিত সিট উলুবেড়িয়ার আদালতে চার্জশিট পেশ করেছে । তাতে পড়ে গিয়ে আনিশ-এর মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে । এমনকী আমতা থানার ওসি ও হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করার কথা উল্লেখ রয়েছে । আর এখানেই আপত্তি বামেদের । তারা একাধিক প্রশ্ন তুলেছে, কোনও অভিযোগ ছাড়াই কেন এত রাতে পুলিশ আনিশ খানের বাড়িতে গিয়েছিল? আনিশ পড়ে গিয়ে থাকলে পুলিশ কেন তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি? কেন জামিনযোগ্য ধারায় ওসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করা হল? ইত্যাদি একাধিক প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বামছাত্র ও যুবরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.