ETV Bharat / state

Anish Khan Death Case: শাসকদলের নেতাদের বাঁচাতে তড়িঘড়ি চার্জশিট দাখিল সিটের, অভিযোগ আনিশ খানের বাবার

author img

By

Published : Jul 11, 2022, 5:40 PM IST

আমতার শাসক দলের নেতাদের বাঁচাতে সিট তড়িঘড়ি চার্জশিট দাখিল করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আনিশ খানের বাবা সালেম খান(Anish Khan Death Case)।

Anish Khan father alleged that SIT filed chargesheet in short time to save TMC leaders
Anish Khan Death Case

আমতা, 11 জুলাই: আমতার শাসকদলের নেতাদের বাঁচাতে সিট তড়িঘড়ি চার্জশিট দাখিল করছে ৷ এদিন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন আনিশ খানের বাবা সালেম খান । সোমবার উলুবেড়িয়া কোর্টে আনিশ হত্যা মামলার (Anish Khan Death Case) তদন্তের ভিত্তিতে চার্জশিট জমা করে সিট । আর সিটের সেই তদন্ত রিপোর্টকেই ত্রুটিপূর্ণ বলে দাবি করলেন আনিশ খানের বাবা সালেম খান । তিনি বলেন, "সিট স্থানীয় শাসলদলের নেতাদের বাঁচাতেই তদন্ত করছে ।"

এদিন সালেম খান দাবি করেন, অনিশের সঙ্গে পুলিশের কোনও শত্রুতা ছিল না । বরং স্থানীয় তৃণমূলের নেতাদের সঙ্গেই শত্রুতা ছিল তাঁর ছেলের । শাসকদলের নেতাদের নির্দেশেই ঘটনার দিন রাতে আমতা থানার পুলিশ তাঁর বাড়িতে আসে । সালেম খানের বুকে বন্দুক ঠেকিয়ে তাঁকে বাড়ির দরজার সামনে আটকে রাখে । আর তিনজন বাড়ির ভেতরে ঢুকে উপরে উঠে আনিশকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ।

তিনি বলেন, "পুলিশ অকারণে আমার বাড়িতে আসেনি । অভিযুক্ত নেতাদের নির্দেশেই এই কাজ করেছে । আজকে যে চার্জশিট দিয়েছে পুলিশ আর যেভাবে তদন্ত করেছে তা ত্রুটিপূর্ণ । সিটের তদন্তের উপরে আমার কোনও ভরসা ও আস্থা নেই । তাই আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের আবেদন করেছি । আর সেই আবেদনকে প্রভাবিত করতে ও শাসকদলের নেতাদের বাঁচানোর জন্যই আজকে তড়িঘড়ি সিট উলুবেড়িয়া কোর্টে এই তদন্তের চার্জশিট জমা করেছে ।"

চাঞ্চল্যকর অভিযোগ করলেন আনিশ খানের বাবা সালেম খান

আরও পড়ুন: আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান

প্রসঙ্গত, যে দুইজন পুলিশ কর্মীকে সিটের সদস্যরা গ্রেফতার করে, তাঁরা প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে প্রকাশ্যে দাবি করেছিলেন, তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে । যদিও সিটের তদন্ত রিপোর্টে বলা হয়েছে ঘটনার দিন কোনওভাবে পা পিছলে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে আনিশ খানের মৃত্যু হয়েছে । এটাকে নিছকই দুর্ঘটনা বলেই দাবি করা হয় সিটের তদন্ত রিপোর্টে বলে জানা গিয়েছে (Anish Khan father alleged that SIT filed chargesheet in short time to save TMC leaders)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.