ETV Bharat / city

Saugata Roy blames Jagdeep Dhankhar : মুখ্যমন্ত্রীর নামে বিভ্রান্তিকর মেসেজ করছেন রাজ্যপাল, দাবি সৌগতর

author img

By

Published : Dec 29, 2021, 4:25 PM IST

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাবমূর্তি কলুষিত করতে বিভ্রান্তিকর হোয়াট্সঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা রাজ্যের অন্যতম প্রবীণ রাজনীতিক সৌগত রায় (Saugata Roy blames Governor Jagdeep Dhankhar for sending misleading messages about Mamata Banerjee) !

saugata roy blames governor jagdeep dhankhar for sending misleading messages about mamata banerjee
Saugata Roy blames Jagdeep Dhankhar : মুখ্যমন্ত্রীর নামে বিভ্রান্তিকর মেসেজ করছেন রাজ্যপাল, দাবি সৌগতর

কলকাতা, 29 ডিসেম্বর : বছর শেষেও অব্যাহত রাজভবন বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব ৷ বিশেষ করে, যত দিন যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে প্রশাসনিক টানাপোড়েনও ততই প্রকট হচ্ছে ৷ এমন প্রেক্ষাপটে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ তথা রাজ্যের অন্যতম প্রবীণ রাজনীতিক সৌগত রায় ৷ তাঁর দাবি, মুখমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত করতে হোয়াট্সঅ্য়াপে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যপাল (Saugata Roy blames Governor Jagdeep Dhankhar for sending misleading messages about Mamata Banerjee) !

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের

এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘রাজ্যপাল হোয়াট্সঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে প্রায়ই মেসেজ পাঠাচ্ছেন তিনি ৷ আমি তার কোনও জবাব দিচ্ছি না ৷ কারণ, আমি জবাব দিলেই তিনি আবার সেসব টুইট করে প্রকাশ করে দেবেন ৷ এসব করে আসলে তিনি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷’’ সৌগতর অভিযোগ, রাজ্যপাল ধূর্ত রাজনীতিকের মতো আচরণ করছেন ৷ উদাহরণ স্বরূপ তিনি বলেন, ‘‘22 ডিসেম্বর রাজ্যপাল বললেন, হাওড়া সমস্যা মিটে গিয়েছে ৷ পরের দিন আবার তার উল্টো অবস্থানে গিয়ে বললেন, সংশ্লিষ্ট বিলে তিনি সই করেননি ৷ আর রাজ্যপালের এই ধরনের কাজকর্মে বিভ্রান্ত হচ্ছে রাজ্যের মানুষ ৷’’

  • Stunned @MamataOfficial “राज भवन में ऐक राजा बैठता है”stance, while on a political visit to Goa- unexpected act of impropriety

    On Dec 16 urged CM for interaction as constitutional functionaries must act in harmony to serve people.

    No response-why no dialogue & deliberation ! pic.twitter.com/y6yOnJ7e8J

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সৌগতর বক্তব্য, ‘‘জগদীপ ধনকড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা কিছু বলছেন সবই মিথ্যে ৷ আমি তাঁকে বারবার বলেছি, তিনি যেন এই মিথ্যাচার থেকে বিরত থাকেন ৷ তা না করে আমার কাছে হোয়াট্সঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন তিনি ৷ সেইসব হোয়াট্সঅ্যাপ মেসেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করা হচ্ছে ৷ সম্প্রতি আমার সঙ্গে রাজ্যপালের দেখাও হয়েছিল ৷ সেই সময় আমি তাঁকে বলেছিলাম, আপনি এসব করবেন না ৷ আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য ৷ দলনেত্রীর বিরোধিতা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় ৷’’

আরও পড়ুন : Jagdeep Dhankhar on Maa Kitchen : মা কিচেনের খরচ জোগাল কে ? পৌরভোটের আগের দিন জবাব তলব রাজ্যপালের

প্রসঙ্গত, তাঁর সাম্প্রতিক গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় জগদীপ ধনকড়ের নাম না করেই তাঁর ‘রাজভবনের রাজা’ বলে উল্লেখ করেন ৷ সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই চটে যান ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে নিশানা করে একের পর এক টুইট করেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনাও করেন ধনকড় ৷ রাজ্যপালের সাফ কথা, রাজনৈতিক সফরে যাওয়া একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনই অভিপ্রেত নয় ৷ আর তারপরই রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা মুখ্যমন্ত্রীর নামে হোয়াট্সঅ্যাপে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনলেন সৌগত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.