ETV Bharat / city

নিউমার্কেটের পৌরনিগমের গেটে বসল জীবাণুনাশক স্প্রিংলার মেশিন

author img

By

Published : Apr 10, 2020, 6:49 AM IST

কোরোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া কলকাতা পৌরনিগমের একাধিক পদক্ষেপর মধ্যে নয়া সংস্করণ হল স্বয়ংক্রিয় স্প্রিংলার মেশিন ৷ হাইড্রোজেন পারক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইট এ সংমিশ্রণে এই জীবাণুনাশক স্প্রে তৈরি করা হচ্ছে ৷

kolkata
নিউমার্কেট

কলকাতা, 10 এপিল : দেখতে অনেকটা মেটাল ডিটেক্টরের মত হলেও জিনিসটা আসলে তা নয় ৷ জিনিসটি হল স্বয়ংক্রিয় স্প্রিংলার মেশিন ৷ উচ্চতা মেটাল ডিটেক্টরের থেকেও বেশি ৷ কাজ যে কোনও জিনিসের বাইরের আস্তরণে আটকে থাকা জীবাণু বিনাশ করা ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া কলকাতা পৌরনিগমের একাধিক পদক্ষেপর মধ্যে নয়া সংস্করণ হল এটি । লকডাউন হওয়া সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাধারণ মানুষেরা বাজারগুলিতে ভিড় করে থাকেন । তাই পৌর নিগমের সিদ্ধান্তে পৌরনিগমের বাজারগুলির গেটে বসেছে স্বয়ংক্রিয় স্প্রিংলার মেশিন । এই স্বয়ংক্রিয় স্প্রিংলার মেশিন এর মধ্যে দিয়ে হাঁটলে জীবাণুনাশক গ্যাস স্প্রে করা হবে । এর ফলে জামার উপরে আটকে থাকা জীবাণুগুলি বিনাশ হবে ৷

গতকাল নিউমার্কেটে বসানো হয়েছে এই কোরোনা প্রতিরোধক স্প্রিংলার স্প্রে টার্নেল । তবে সবটাই পরীক্ষামূলক ৷ এখনও পর্যন্ত এই রাসায়নিক স্প্রে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিনা তা জানা যায়নি ৷ এক সপ্তাহের পরীক্ষা চালানোর পর পৌর নিগমের কাছে রির্পোট আসতে পারে এর ক্ষতিকারক দিক আছে কি না তা নিয়ে । ফলাফলের পরই বাকি আরও 71টি বাজারে মেশিন বসবে কিনা তা নির্ভর করছে ৷

কোরোনা প্রতিরোধক স্বয়ংক্রিয় স্প্রিংলার স্প্রে টার্নেল কোরানার ভাইরাস নাশ করতে সক্ষম । হাইড্রোজেন পারক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইট এ সংমিশ্রণে এই জীবাণুনাশক স্প্রে তৈরি করা হয়েছে । এছাড়াও শহরকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইড্রোক্লোরাইডকে জলের সঙ্গে মিশিয়ে জীবাণুমুক্ত করার কাজ ৷ প্রসঙ্গত , দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এই যন্ত্র বসানো হয়েছে। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ,"পরিবেশ দপ্তর এর সঙ্গে আলোচনা করেই জীবাণুনাশক বাছাই করা হয়েছে । যে জীবাণুনাশক মানুষের ক্ষতি করবে না সেটাকেই ব্যবহার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.