ETV Bharat / city

Partha Chatterjee: বিধানসভায় 'সংরক্ষিত' পার্থর আসন ! সরকারের ভূমিকায় প্রশ্ন বিরোধীদের

author img

By

Published : Sep 1, 2022, 2:38 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অভিযুক্ত হয়ে জেলে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ বিধানসভায় (West Bengal State Assembly) তিনি যে ঘরে এবং আসনে বসতেন, তা আপাতত অন্য কাউকে দেওয়া হচ্ছে না ৷ রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

Room and Seat alloted for Partha Chatterjee in West Bengal State Assembly will not be given to any one else
Partha Chatterjee: বিধানসভায় 'সংরক্ষিত' পার্থর আসন ! সরকারের ভূমিকায় প্রশ্ন বিরোধীদের

কলকাতা, 1 সেপ্টেম্বর: সামনেই রাজ্য বিধানসভার (West Bengal State Assembly) অধিবেশন ৷ এদিকে, গত অধিবেশন থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্য রাজনীতিতে অনেক কিছু বদলে গিয়েছে ৷ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অভিযুক্ত হয়ে জেলে যেতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ৷ তিনি যে শুধুমাত্র কারাগারের অন্তরালে গিয়েছেন তাই নয়, একইসঙ্গে মন্ত্রী হিসাবে তাঁকে তাঁর দফতর থেকেও অপসারিত করা হয়েছে ৷ সরিয়ে দেওয়া হয়েছে দলের (তৃণমূল কংগ্রেসের) সমস্ত পদ থেকে ৷ কাজেই, এই মুহূর্তে তিনি আর রাজ্য মন্ত্রিসভার '2 নম্বর ব্যক্তি নন' ৷ তাঁর পরিবর্তে পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তৃণমূলের অন্যতম প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায় ৷ উল্লেখ্য, এতদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ডানদিকের আসনে (মাঝে একটি আসন ছেড়ে) বসতেন পার্থ ৷ কিন্তু, পরিস্থিতির চাপে সেই আসন হারিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকেই বিধানসভায় মমতার পাশে বসতেন পার্থ ৷ কিন্তু, সেই আসন তাঁর হাতছাড়া হয়েছে ৷ তাই একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে ৷ সকলেরই কৌতুহল, পার্থর ছেড়ে যাওয়া আসনে বসবেন কে ? কার জায়গা হবে মুখ্যমন্ত্রীর ডান পাশে ? বিধানসভা সূত্রের খবর, প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘরটি সেখানে রয়েছে, সেটি কাউকে দেওয়া হচ্ছে না ৷ একইভাবে, পার্থর জন্য এত বছর ধরে বরাদ্দ থাকা আসনটিও আপাতত অন্য কেউ পাচ্ছেন না ৷ তাই পার্থর অনুপস্থিতিতে আসনটি ফাঁকা থাকছে (এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেই অনুসারে) ৷

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের নামে নতুন কোম্পানির হদিশ, দাবি ইডির

পরিষদীয় রীতি অনুসারে, মুখ্যমন্ত্রীর একেবারে পাশের আসনটি সাধারণত ফাঁকা থাকে ৷ যতদিন পার্থ চট্টোপাধ্যায় মমতার ডানদিকে বসতেন, তাঁদের দু'জনের মাঝে একটি আসন ফাঁকা থাকত ৷ এখন যদি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ আসনটিতে আপাতত আর কেউ না বসেন, তাহলে ওই ব্লকের প্রান্তিক আসনটি (যেটিতে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়) ছাড়া ‌বাকি আসনগুলি ফাঁকা থাকবে ৷

সূত্রের দাবি, প্রথমে ঠিক হয়েছিল তৃণমূলের প্রাক্তন মহাসচিব এতদিন যে আসনটিতে বসতেন, সেটি দেওয়া হবে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ৷ পরে জানা যায়, নতুন পরিষদীয় মন্ত্রী হিসাবে আসনটি পেতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ৷ কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, ফিরহাদ বা শোভনদেব, কাউকেই পার্থর ফাঁকা আসনে জায়গা দেওয়া হচ্ছে না ৷ আর এখান থেকেই বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা প্রশ্ন তুলছেন, এই 'আসন সংরক্ষণ'-এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে সরকার পক্ষ ? দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ সত্ত্বেও দল পার্থর পাশে রয়েছে ! তৃণমূল নেতৃত্ব কি বাকিদের এই বার্তাই দেওয়ার চেষ্টা করছে ? আপাতত সরকারের তরফে এর কোনও জবাব মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.