ETV Bharat / city

Death by Dengue: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু মহানগরে

author img

By

Published : Sep 11, 2022, 5:21 PM IST

Resident of 115 ward dies in Dengue in Kolkata
Resident of 115 ward dies in Dengue in Kolkata

আজ ফের শহরে ডেঙ্গিতে (Dengue in Kolkata) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের (Dengue Death in Kolkata) ৷ 115 ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের (Dengue claims another life)৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের (Dengue claims another life) । 115 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রবিবার (Resident of 115 ward dies in Dengue) । মৃতের নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায় ।

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি । 115 নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সোমবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে অন্য একটি বেসরকারি হাসপাতালে । সেই হাসপাতালে রবিবার সকালের মৃত্যু হয় কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের । এর আগে 115 নম্বর ওয়ার্ডের আরও এক বাসিন্দার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল । এই নিয়ে শহর কলকাতার বুকে ডেঙ্গিতে মারা গেলেন 6 জন (Dengue Situation in Kolkata) ।

কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, মানুষের অসতর্কতার জন্যই ডেঙ্গির প্রকোপ বাড়ছে রাজ্যে । জমা জলে লার্ভা থাকায় ডেঙ্গি মশার উপদ্রবের দেখা মিলছে । উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত তিন সপ্তাহে 5 হাজার 309 জন । গত বুধবার পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 8 হাজার 277 জন । আক্রান্তের সংখ্যার নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, হুগলি কলকাতা,জলপাইগুড়ি-সহ মুর্শিদাবাদের পরিস্থিতি ।

আরও পড়ুন: আজ আরও এক, একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত 2

প্রসঙ্গত, এর আগে কসবা এলাকার 106 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুরাগ মালাকারের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । 106 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলছে একের পর এক । বৃহস্পতিবার সকালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর । হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর পরিবারের আরও একজন । অন্যদিকে, ওই ওয়ার্ডেই আরেক যুবক ডেঙ্গি আক্রান্ত হয়ে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে । ডেঙ্গি ছাড়াও তাঁর সুগার ও কিডনির সমস্যা ছিল । বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর । সার্টিফিকেটে ডেঙ্গির পাশাপাশি মাল্টি অর্গান ফেইলিওরের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

106 নম্বর ওয়ার্ডে পরপর দুদিনে দু'জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান । পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গিতে মৃত্যুর কথা মেনে নেওয়া হয় । অন্যদিকে, বারবার বলা হচ্ছে কোথাও জল যাতে জমে না থাকে । সে জন্য সতর্ক করা হচ্ছে স্থানীয়দের ৷ কিন্তু তবুও ডেঙ্গি ক্রমে উদ্বেগ বাড়িয়ে তুলছে এইসব এলাকায় ।

আরও পড়ুন: শহরবাসীর অসতর্কতাতেই বাড়ছে ডেঙ্গু ! দাবি মেয়রের

শনিবার ডেঙ্গিতে মৃত্যু নিয়ে নিয়ে মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তিনি জানান, শহরবাসী এখনও অচেতন ৷ আর সেই কারণেই বাড়ছে রোগের প্রকোপ ৷ এর পাশাপাশি, কলকাতায় অবস্থিত বিভিন্ন কেন্দ্রীয় আবাসনগুলিতেও নোংরা, আবর্জনা জমে থাকছে বলে অভিযোগ করেন ফিরহাদ ৷ অর্থাৎ এককথায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেন মেয়র ৷ বদলে তা চাপিয়ে দেন শহরের আমজনতা এবং কেন্দ্রীয় আবাসনগুলির উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.