ETV Bharat / city

Weather : নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া

author img

By

Published : Sep 13, 2021, 6:14 PM IST

Heavy Rainfall till Wednesday in South Bengals District informed by Alipur Weather Office
নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে ৷ আগেই উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক করা হয়েছে ৷ আজ সকাল থেকে দিঘার সমুদ্রে জলচ্ছ্বাস দেখা গিয়েছে ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত চলবে ৷ আজ এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অন্যান্য জেলাগুলিতে সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটারের কাছাকাছি থাকবে ৷

প্রসঙ্গত, আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে ৷ আজ সকাল থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতায় ৷ আগামী কয়েক ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন :Digha : দিঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, মাইকিং করে সতর্কতা

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতাযর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হচ্ছে 7.0 মিলিমিটার ৷ উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ওড়িশার চাঁদবালির কাছে স্থলভাগে প্রবেশ করেছে ৷ এই গভীর নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.