ETV Bharat / city

Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করুক সিবিআই, হাইকোর্টে জনস্বার্থ মামলা

author img

By

Published : Jul 23, 2021, 10:37 PM IST

মামলাকারী বক্তব্য, এই যে বারবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে, কমিশনেরও কিছু না কিছু অস্বস্তি সামনে আসছে ৷ এই বিষয়েই যথাযথ তদন্ত হওয়া দরকার ৷

s
s

কলকাতা, 23 জুলাই : উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সিবিআই (CBI) তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা । স্কুল সার্ভিস কমিশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চেয়ে মামলাটি দায়ের হয়েছে । মামলা করেছেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল । মামলাকারীর বক্তব্য, সিবিআই বা সিআইডি (CID) অধিকারিকদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ে তদন্ত করা হোক । পাশাপাশি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল চালুর আবেদন জানিয়েছেন তিনি ৷ এছাড়াও তাঁর দাবি, স্কুল সার্ভিস কমিশনের সার্ভার আনলক করে ডেটাবেস ব্যবহার করার অনুমতি দেওয়া হোক ।

উচ্চ প্রাথমিকে প্রায় 20 হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016 সালে । সেই প্রক্রিয়াতে একাধিক অস্বচ্ছতা রয়েছে মনে করে 2020 সালের 11 ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তা নতুন করে করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, 2021 সালের 4 জানুয়ারি থেকে নতুন করে প্রার্থীদের নথিপত্র যাচাই করে 10 মে-র মধ্যে ইন্টারভিউর তালিকা প্রকাশ করতে হবে । এর আট সপ্তাহের মধ্যে মেধাতালিকা এবং 31 জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এর পর গত 21 জুন স্কুল সার্ভিস কমিশন 14 হাজার 339 টি পদে নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করে ৷ যদিও সেই তালিকাতেও একাধিক গলদের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন । যদিও পরে তিনি সেই স্থগিতাদেশ তুলে নেন । কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 20 জুলাই একটি নির্দেশে জানায়, হাইকোর্টের অনুমতি ছাড়া আপাতত নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন ।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়, হাইকোর্টে ধাক্কা সরকারের

মামলাকারী সুব্রত মণ্ডলের বক্তব্য, এই যে বারবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে, কমিশনেরও কিছু না কিছু অস্বস্তি সামনে আসছে ৷ এই বিষয়েই যথাযথ তদন্ত হওয়া দরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.