ETV Bharat / city

পাভলভে রোগীর অস্বাভাবিক মৃত্যু

author img

By

Published : Dec 1, 2019, 10:57 AM IST

Patient dies at pavlov hospital
অস্বাভাবিক মৃত্যু পাভলভের রোগীর

হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য আশা ভার্মার বাড়িতে খবর দেওয়া হয়েছিল । হাসপাতাল থেকে বিভিন্ন সময়ে চিঠি পাঠানো হলেও, পরিবারের তরফে কোনও উত্তর আসেনি ।

কলকাতা, 1 ডিসেম্বর : বাড়ি ফিরতে চেয়েছিলেন । অথচ বছর দেড়েক হাসপাতালে থাকলেও, একবারের জন্যেও পরিবারের কেউ আসেননি তাঁর সঙ্গে দেখা করতে । শেষ পর্যন্ত, পাভলভ থেকে জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল না বছর চল্লিশের আশা ভার্মা-র ।
আদালতের নির্দেশে গত বছর 25 মে থেকে তাঁর চিকিৎসা চলছিল কলকাতার পাভলভ হাসপাতালে । শুক্রবার সন্ধ্যায় এই হাসপাতালে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, বাইপোলার ডিপ্রেশনের রোগী ছিলেন আশা ভার্মা । চিকিৎসা চলছিল । তবে, স্থিতিশীল অবস্থায় ছিলেন তিনি । বাড়িতে ফিরে যাওয়ার মতো অবস্থা ছিল তাঁর ।

অন্যান্য দিনের মতোই শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ রোগীদের ওষুধ দিচ্ছিলেন নার্সরা । সেই সময় সকলের অলক্ষ্যে সিঁড়ি দিয়ে চার তলায় উঠে যান আশা ভার্মা । তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন নার্সরা । কিছুক্ষণের মধ্যেই চারতলায় ছাদের সিঁড়ির রেলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য আশা ভার্মার বাড়িতে খবর দেওয়া হয়েছিল । হাসপাতাল থেকে বিভিন্ন সময়ে চিঠি পাঠানো হলেও, পরিবারের তরফে কোনও উত্তর আসেনি । তাঁর বাড়ির লোকের সঙ্গে দু-একবার ফোনে যোগাযোগ হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের । হাসপাতালের এক আধিকারিক বলেন, "বাড়িতে ফিরতে চাইতেন আশা ভার্মা । তবে, হাসপাতালে ভরতির পর থেকে ওঁর বাড়ির লোকেরা কোনও দিন আসেননি । বার বার চিঠি দেওয়া সত্ত্বেও হাসপাতাল থেকে নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না ।"

Intro:কলকাতা, ৩০ নভেম্বর: বছর দেড়েক হাসপাতালে থাকলেও, একবারের জন্যেও পরিবারের কেউ আসেননি তাঁর সঙ্গে দেখা করতে। অথচ, বাড়িতে ফেরার জন্য তাঁর খুব ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত, হাসপাতাল থেকে জীবিত অবস্থায় বাড়িতে আর ফেরা হল না তাঁর। তিনি, আশা ভার্মা (৪০)। আদালতের নির্দেশে গত ২৫ মে থেকে তাঁর চিকিৎসা চলছিল কলকাতা পাভলভ হাসপাতালে। গতকাল, শুক্রবার সন্ধ্যায় এই হাসপাতালে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।Body:হাসপাতাল সূত্রে খবর, বাইপোলার ডিপ্রেশনের রোগী ছিলেন আশা ভার্মা। চিকিৎসা চলছিল। তবে, তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। বাড়িতে ফিরে যাওয়ার মতো অবস্থায় ছিলেন তিনি। অন্যদিনের মতো গতকাল, শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ রোগীদের ওষুধ দিচ্ছিলেন নার্সরা। সেই সময় সকলের অলক্ষ্যে সিঁড়ি দিয়ে চার তলায় উঠে যান আশা ভার্মা। তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন নার্সরা। কিছুক্ষণের মধ্যেই চারতলায় ছাদের সিঁড়ির রেলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে খবর দেওয়া হয় পুলিশে। সূত্রের খবর, হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য আশা ভার্মার বাড়িতে খবর পাঠানো হতো। হাসপাতাল থেকে বিভিন্ন সময়ে চিঠি পাঠানো হলেও, শেষ চিঠি অধিকাংশের উত্তর আসেনি। বাড়ির লোকের সঙ্গে দুই-একবার ফোনে যোগাযোগ হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হলে, আশা ভার্মাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছিল। তবে, শেষ পর্যন্ত কেউ আর আসেননি। মানসিক এই হাসপাতালের এক আধিকারিক বলেন, "বাড়িতে ফিরতে চাইতেন আশা ভার্মা। তবে, হাসপাতালে ভরতির পর থেকে বাড়ির লোকরা কোনও দিন আসেননি। বার বার চিঠি দেওয়া সত্ত্বেও তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না বাড়ির লোকরা।"Conclusion:আশা ভার্মার জন্য মানসিক চিকিৎসার প্রয়োজন। আলিপুরের ACJM-এর নির্দেশে গত ২৫ মে কলকাতা পাভলভ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, গতকাল, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিট নাগাদ আশা ভার্মাকে ফোর্থ ফ্লোরের ছাদের সিঁড়ির রেলিংয়ে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলতে দেখা যায়। ফ্লোর থেকে ৬ ফুটের মতো উচ্চতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যাচ্ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG) এবং দমকল কর্মীদের সহায়তায় ঝুলে থাকা এই রোগীকে নামিয়ে আনা হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.