ETV Bharat / city

পেন, কোহলি লড়াই ছেড়ে পালিয়ে যান না: প্যাট কামিন্স

author img

By

Published : Dec 15, 2020, 10:14 PM IST

ওয়ান ডে সিরিজ়ে অস্ট্রেলিয়া জিতলেও টি টোয়েন্টি সিরিজ় জিতেছে কোহলি বিগ্রেড ৷ টেস্ট কার দখলে যাবে এই নিয়ে জোর তর্ক চলছে ক্রিকেট বিশ্বে ৷ দু'দলই মাঠে নামার আগে পরস্পরের বিরুদ্ধে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে ৷ উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন প্যাট কামিন্সের মতে, লড়াই থেকে সরে আসার বান্দা টিম পেইন ও বিরাট কোহলি কেউই নন।

pink ball test
কোহলি বিগ্রেড

কলকাতা,15 ডিসেম্বর: টিম পেন কিংবা বিরাট কোহলি,দুজনেই কখনও লড়াই থেকে সরে আসেননি। তাই আসন্ন টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়া বনাম ভারতের ব্যাট বলের যুদ্ধ অন্যমাত্রা পাবে। ভবিষ্যৎবাণী প্যাট কামিন্সের। ওয়ান ডে ক্রিকেট সিরিজ়ে অস্ট্রেলিয়া জিতলেও টি টোয়েন্টি সিরিজ় পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার টেস্ট সিরিজ়ে বল গড়ানোর পালা। দুদলই প্রস্তুতিতে ব্যস্ত। পাশাপাশি চলছে বাগযুদ্ধ। শুভমন গিল যখন অজ়িদের পালটা দেওয়ার হুমকি দিচ্ছেন তখন প্যাট কামিন্স বলছেন লড়াই থেকে সরে আসার বান্দা টিম পেইন এবং বিরাট কোহলি নন।

কুলদীপ যাদব বলেন, "দু'বছর আগে দুর্বল ব্যাগিগ্রিন ব্রিগেডকে টিম ইন্ডিয়া পরাজিত করেছিল তা মনে করি না।" এই ব্যাপারে প্যাট কামিন্স বলেন, আগের ভারতীয় দল সত্যিই ভালো ক্রিকেট খেলেছিল। ঘরের মাটিতে সব সিরিজ় জয়কে গর্বের দৃষ্টিতে দেখে অজ়িরা । তাই এবারও একই মনোভাব নিয়ে খেলার কথা বলছেন অস্ট্রেলিয়ান পেসার। অ্যাডিলেডে এখনও পর্যন্ত চারটি নৈশালোকের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এবং চারটে ম্যাচেই তারা জয়ী। নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তানের সঙ্গে এবার সেই তালিকায় তারা ভারতকে দেখতে চায়। বিরাট কোহলিরা মাত্র একটি মাত্র পিঙ্ক বল টেস্ট খেলেছে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে হেলায় জিতেছিল ভারত। এবার লড়াইটা শুধু অন্যরকম নয়, কঠিনও। অ্যাডিলেডে রাতের আলোয় খেলা হলেই ছবিটা বদলে যায় বলে জানিয়েছেন কামিন্স। শুধু তাই নয় এখানে তারা মাঠে নামলেই বাড়তি উদ্দীপনা অনুভব করেন। নৈশালোকে এখানে বলের গতি এবং সুইংয়ে বিরাট পরিবর্তন আসে।যা সামলানো কঠিন হয়ে দাড়ায় বলে কামিন্স সতর্ক করেছেন। এই ব্যাপারে দলের অধিনায়কের পরিকল্পনার ভূমিকা রয়েছে। কখন ব্যাট করবেন কখন বল করলে ভালো হবে,তা বুঝতে হবে। এখানেই সিদ্ধান্ত অধিনায়কদের নিতে হবে বলে মনে করেন কামিন্স।

আরও পড়ুন : ঋদ্ধি নয় পন্থকেই বাছবে দল, বলছেন গাভাস্কার


আইপিএলে কামিন্স এবং শুভমন গিল কলকাতা নাইট রাইডার্স দলের সতীর্থ। তরুণ শুভমনকে দারুণ ক্রিকেটার বলার পাশাপাশি ভারতীয় দলে তাঁর পারফরম্যান্স দেখতে আগ্রহী তিনি। মাঠে নামলে দুদলের ক্রিকেট যে হালকা মেজাজে থাকে না তা কামিন্স মনে করিয়ে দিয়েছেন।তাঁর মতে, টেস্ট সিরিজ় শুরু হলে বিষয়টি অন্য মাত্রা পাবে। দুদলের অধিনায়ক টিম পেইন এবং বিরাট কোহলির লড়াকু মানসিকতার প্রশংসায় কামিন্স । দুই বছর আগে ভারতীয় দল শক্তিশালী দল নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল।সেবার অজ়ি দলে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ছিলেন না। এছাড়া বর্তমান দলে ট্রাভিস হেড,লাবুসেনের মত ভালো ক্রিকেটাররাও ভারতীয় চ্যালেঞ্জ সামলাতে তৈরি বলে কামিন্স জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.