ETV Bharat / city

Partha Cries in Court: আমি ন্যায়বিচার চাই ! আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ

author img

By

Published : Sep 14, 2022, 4:20 PM IST

Updated : Sep 14, 2022, 5:24 PM IST

Partha Chatterjee breaks down in court, urges for bail
আমি ন্যায়বিচার চাই ! নগর দায়রা আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ

ইডি তাঁর বাড়িতে দীর্ঘসময় থাকলেও কিছুই পায়নি ৷ আদালতে এমনই দাবি করলেন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে (SSC Recruitment Case) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷ এ দিন শুনানি চলাকালীন কেঁদে ফেলেন তিনি (Partha Cries in Court)৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: আদালতের শুনানি চলাকালীন কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷ জামিনের আর্জি জানিয়ে তিনি এ দিন বলেছেন, "আমি ন্যায়বিচার পেতে চাই ৷"

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) আজ ভার্চুয়ালি ফের নগর দায়রা আদালতের শুনানিতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Cries in Court) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে । আদালতের শুনানি চলাকালীন কেঁদে ফেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বললেন, "ইডি আমার বাড়িতে দীর্ঘ সময় ছিল । কিছুই পায়নি । আমি গোটা রাজ্য ঘুরেছি । আমি অর্থনীতির ছাত্র । কেউ কোনও দাগ লাগাতে পারেনি । আমি বুঝতে পারছি না কীভাবে কী হল !" এ কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি ৷ তাঁর আর্জি, "আমি ন্যায়বিচার পেতে চাই ৷" এ দিন শুনানির সময় চোখে জল এসেছে এই দুর্নীতিতে অপর অভিযুক্ত পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও ৷

আরও পড়ুন: এবার বিধানসভায় জেলবন্দি পার্থর আসনের নম্বর 272

আজ ফের নগর দায়রা আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে । পার্থর তরফে আইনজীবী ফের তাঁর জামিনের আবেদন জানান । আইনজীবী আদালতে উল্লেখ করেন, চিটফান্ড কাণ্ডে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ ছিল । তবে পার্থ চট্টোপাধ‍্যায়ের বিরুদ্ধে এমন কোনও কিছু নেই । পার্থর কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি । যে টাকা উদ্ধার হয়েছিল সেগুলি পার্থ চট্টোপাধ‍্যায়েরই টাকা, এখনও তা প্রমাণ করতে পারেনি ইডি । টাকা পাওয়া গিয়েছে অর্পিতার থেকে । পার্থর থেকে কোনও কাগজপত্রও উদ্ধার করা হয়নি । জামিন পাওয়ার যোগ্য পার্থ চট্টোপাধ্যায় । 56 দিন জেল হেফাজতে রয়েছেন তিনি । তাঁর বিরুদ্ধে যে তথ্য ও প্রমাণ পেশ করা হয়েছে তার কোনও ভিত্তি নেই ।

পার্থর আইনজীবী আরও বলেছেন যে, "ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না ৷ সহযোগিতা করার নামে তিনি কি সাজানো গল্প বানাবেন ?" পার্থ চট্টোপাধ্যায়ের বয়সের কথাও মাথায় রেখে তাঁর জামিনের আবেদন গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে আর্জি জানান পার্থর আইনজীবী ।

Last Updated :Sep 14, 2022, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.