ETV Bharat / city

রাজ্যসভার প্রার্থী দেওয়া নিয়ে BJP-তৃণমূলের আঁতাত, অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Mar 13, 2020, 8:55 PM IST

Updated : Mar 13, 2020, 11:18 PM IST

রাজ্যসভার মনোনয়ন ঘিরে রাজ্যের দুই বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল-BJP একে অপরের পরিপূরক ৷

Sujan Chakraborty
সুজন চক্রবর্তী

কলকাতা, 13 মার্চ : তৃণমূল-BJP একে অপরের পরিপূরক । আজ রাজ্যসভার মনোনয়ন ঘিরে এই অভিযোগ করলেন রাজ্যের দুই বিরোধী দলনেতা । ষষ্ঠ আসনে দীনেশ বাজাজকে প্রার্থী করায় মোটেই বিচলিত নয় বাম-কংগ্রেস শিবির । বাম-কংগ্রেসের জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয় নিশ্চিত বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান ।

বিধানসভার ষষ্ঠ আসনে দীনেশ বাজাজকে প্রার্থী করা হয়েছে ৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ৷ কিন্তু তৃণমূল তাঁকে সমর্থন করবে ৷ অন্যদিকে BJP সূত্রে খবর, BJP বিধায়করাও তাঁকে সমর্থন করবে রাজ্যসভার প্রার্থী হিসেবে ৷ আর এনিয়েই তৃণমূল ও BJP-কে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস জোট ৷ নাটকীয় ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষলগ্নে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে সোজা বিধানসভার সচিবালয়ে পৌঁছান নির্দল প্রার্থী দীনেশ বাজাজ । নেপথ্যে তৃণমূল এবং BJP অভিযোগ বিরোধীদের ।

রাজ্যসভার মনোনয়ন ঘিরে রাজ্যের দুই বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল-BJP একে অপরের পরিপূরক

কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাঁরা 51 টি ভোট বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই দেবেন । অন্যদিকে জয়ের ক্ষেত্রে আশাবাদী সুজন চক্রবর্তী । তাঁর কথায়, "আরও একবার স্পষ্ট হয়ে গেল তৃণমূলের প্রার্থীই যে BJP প্রার্থী । আর BJP-র প্রার্থী তৃণমূলের ভোটে রাজ্যসভায় যেতে চাইছেন ।"

Last Updated : Mar 13, 2020, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.