ETV Bharat / city

Oil Tanker Strike : জ্বালানি তেলের ট্যাঙ্কার ধর্মঘট উঠল, পরিষেবা স্বাভাবিক হতে আগামিকাল

author img

By

Published : Aug 7, 2021, 4:43 PM IST

গত বৃহস্পতিবার থেকে হাওড়ার মৌরিগ্রামে জ্বালানি তেলের ট্যাঙ্কার সংগঠনগুলি ধর্মঘট ডাকে ৷ ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে টেন্ডারের দর কমিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল । তিনদিন পরে সেই ধর্মঘট উঠে গেল ৷

oil-tanker-association-withdraw-their-strike-today
Oil Tanker Strike : জ্বালানি তেলের ট্যাংকার ধর্মঘট উঠল, পরিষেবা স্বাভাবিক হতে আগামিকাল

কলকাতা, 7 অগস্ট : উঠে গেল জ্বালানি তেলের ট্যাঙ্কার সংগঠনগুলির ধর্মঘট । ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) তরফে লিখিত আশ্বাস পাওয়ার পরই এই ধর্মঘট উঠল ৷ তবে কলকাতা শহরের যেসব পেট্রল পাম্পের পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel) একেবারে তলানিতে এসে ঠেকেছে, তাদের সমস্যা এখনই কাটছে না ।

আরও পড়ুন : সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা

শনিবার সকালে শহরের পাম্পগুলিতে পেট্রল ও ডিজেলের অভাব চোখে পড়েছে । গ্রাহকদের ফিরিয়ে দিতে হয় । বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে পাম্প মালিকদের। তাই ক্ষতিপূরণের দাবি নিয়ে ইন্ডিয়ান অয়েলের দ্বারস্থ হতে পারেন পাম্প মালিকরা ।

পাম্প মালিকদের পক্ষে ইন্ডিয়ান অয়েল ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায় বলেন, "তিন দিনের এই ধর্মঘটের জন্য আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছি । যদিও বিকেল থেকেই তেল পাঠানো হবে বলে খবর পেয়েছি । তবে আমাদের রিজার্ভারগুলি একেবারে ফাঁকা হয়ে গিয়েছে । তাই যতক্ষণ না নতুন ট্যাঙ্কার আজ আসছে, তার মধ্যে প্রচুর গ্রাহককে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে । এর ফলে যেমন সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তেমনি আমাদের লক্ষ লক্ষ টাকার লোকসান হয়ে যাচ্ছে ।"

আরও পড়ুন : Madhyamik Result : স্কুলের গাফিলতিতে মার্কশিট আসেনি 7 পড়ুয়ার, সামনের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ প্রধান শিক্ষকের

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে হাওড়ার মৌরিগ্রামে জ্বালানি তেলের ট্যাঙ্কার সংগঠনগুলি ধর্মঘট ডাকে ৷ ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে টেন্ডারের দর কমিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল ।

তিনদিন পরে সেই ধর্মঘট উঠে গেল ৷ ফলে আজ না হলেও আগামিকাল, রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Kasba Vaccination Controversy : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদে ইডিকে সম্মতি ব্যাঙ্কশাল আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.