ETV Bharat / city

Kasba Vaccination Controversy : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদে ইডিকে সম্মতি ব্যাঙ্কশাল আদালতের

author img

By

Published : Aug 6, 2021, 10:10 PM IST

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব-সহ বাকি আটজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ গতকাল সেই মর্মে তারা ব্যাঙ্কশাল কোর্টে আর্জি জানায় ৷ আদালত ইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল এদিন ৷

দেবাঞ্জন দেব
দেবাঞ্জন দেব

কলকাতা, 6 অগস্ট: কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার হওয়া পাঁচজন এই মুহূর্তে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে ৷ আর দেবাঞ্জন দেব-সহ বাকি চারজন রয়েছে জেল হেফাজতে । ব্যাঙ্কশাল আদালতে এই 9 জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল ইডি । তাতে সম্মতি দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত এই ন'জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল আদালতে আবেদন জানায় ৷ এদিন সমস্ত নথিপত্র খতিয়ে দেখে সেই অনুমতি মঞ্জুর করে আদালত ৷ তার জন্য ন'জন অভিযুক্তকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত ।

কসবা থেকে দেবাঞ্জন দেব নামে এক ভুয়ো আইএএসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । পরে একে একে তার আরও আট সহযোগীকে গ্রেফতার করা হয় ৷ রীতিমতো ক্যাম্প করে করোনার ভ্যাকসিন বলে ভুয়ো ড্রাগ সাধারণ মানুষকে দিচ্ছিল তারা ৷ কসবায় এই ভুয়ো ক্যাম্প থেকে টিকা নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী পর্যন্ত ৷ তারপরই ভুয়ো ভ্যাকসিন চক্র সামনে আসে ৷ ধরা পড়ে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব-সহ তার আট সহযোগী ।

আরও পড়ুন : দেবাঞ্জন কোভিশিল্ড দেয়নি, সেরাম ইনস্টিটিউট থেকে নিশ্চিত করল লালবাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.