ETV Bharat / city

Firhad Hakim: বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী

author img

By

Published : Oct 22, 2021, 9:07 PM IST

No Hike of Private bus Fare says Firhad Hakim
বেসরকারি বাসের ইচ্ছাকৃত ভাড়া নেওয়ার কথা মানতে নারাজ পরিবহন মন্ত্রী

বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম ৷ তবে, বেসরকারি বাসগুলি যে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে ৷ তা মানতে চায়নি পরিবহন মন্ত্রী ৷

কলকাতা, 22 অক্টোবর : বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না বলে জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আজ একটি নতুন বাস রুটের উদ্বোধনের মঞ্চে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানালেন তিনি ৷ সেই সঙ্গে পরিবহন মন্ত্রী জানালেন, পরিবহনের খরচ কমাতে সরকারের তরফে সব বেসরকারি রুটের বাসগুলিকে সিএনজি-তে কনভার্ট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ তবে, সরকার বেসরকারি বাসের ভাড়া না বাড়ানোর কথা বললেও, বেসরকারি রুটের বাসগুলিতে ইচ্ছা মতো ভাড়া বাড়ানো হয়েছে ৷ যা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে, তাঁর জবাব, এমন খবর তাঁর কাছে নেই ৷ এমনটা হলে পুলিশে অভিযোগ জানাতে বলা হয়েছে ৷ আর ভাড়া বাড়ানোর কোনও অভিযোগ এখনও আসেনি বলে দাবি করেন পরিবহন মন্ত্রী ৷

এ দিন চেতলা থেকে মেটিয়াবুরুজে নতুন সরকারি বাসের রুট চালু করেছে সরকার ৷ এই বাসগুলি বেলা 8টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ৷ কিন্তু, যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে লোকসান হচ্ছে পরিবহন দফতরের ৷ তাই এবার অধিকাংশ সরকারি বাসকে ব্যাটারি এবং সিএনজি-তে কনভার্ট করার কথা জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বর্তমানে দূরপাল্লার বাসগুলিকে ডিজেল থেকে সিএনজি করা হচ্ছে ৷ আগামী কয়েক বছরে শহর এবং শহরতলীর সরকারি বাসগুলিকেও দূরত্ব অনুযায়ী ব্যাটারি ও সিএনজি-তে কনভার্ট করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ ৷

বেসরকারি বাসের ইচ্ছাকৃত ভাড়া নেওয়ার কথা মানতে নারাজ পরিবহন মন্ত্রী

আরও পড়ুন : Firhad Hakim : কাজের চেয়ে প্রচার বেশি, 100 কোটির টিকাকরণ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ফিরহাদের

তবে, বেসরকারি বাসের ভাড়াবৃদ্ধির প্রসঙ্গটি কার্যত এড়িয়ে গেলেন পরিবহন মন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না ৷ কিন্তু, শহরের সব বেসরকারি বাস রুটেই ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে ৷ এ নিয়ে প্রশ্ন করলে, বিষয়টি সরাসরি অস্বীকার করেন মন্ত্রী ৷ তাঁর দাবি, সরকারের কাছে এমন কোনও অভিযোগ নেই ৷ ফলে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন ৷ আর এমনটা হলে পুলিশে অভিযোগ কেন করা হচ্ছে না, পাল্টা সেই প্রশ্ন করেন পরিবহন মন্ত্রী ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

কিন্তু, বাস্তবে যাত্রীদের তরফে পুলিশে অভিযোগ জানানো আদৌ কি সম্ভব ? কারণ কোনও বেসরকারি রুটে বেশি ভাড়া নেওয়া হলে, সে নিয়ে কোথায় অভিযোগ দায়ের করতে হবে? এ নিয়ে কোনও নির্দেশিকা পরিবহন দফতরের তরফে দেওয়া হয়নি ৷ আর একজন সাধারণ যাত্রীর পক্ষে বেসরকারি বাসের বেশি ভাড়া নেওয়া নিয়ে পুলিশে অভিযোগ করতে যাওয়াটাও খুব একটা বাস্তব সম্মত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.