ETV Bharat / city

পুজোর আগে খুলে যেতে পারে শিয়ালদা স্টেশনের শপিং মল

author img

By

Published : Aug 23, 2020, 3:20 AM IST

new shopping mall at sealdah station
শিয়ালদা স্টেশনের নতুন শপিং মল খুলছে পুজোর আগে

শিয়ালদা স্টেশনের নতুন শপিং মলে জন সাধারণের সুবিধার্থে সমস্তরকম ব্যবস্থা থাকছে । কর্তৃপক্ষ চাইছে পুজোর আগে শপিং মল চালু করতে ।

কলকাতা, ২৩ অগাস্ট : পুজোর আগেই খুলে যেতে পারে শিয়ালদা স্টেশন চত্বরের শপিং মল । পরিকল্পনা মাফিক দুর্গা পুজোর আগেই সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার জন্য শপিং মলের দরজা খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে । জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষের এক আধিকারিক ।

কর্তৃপক্ষ সূত্রে খবর, শপিং মল তৈরির কাজ চলছে । লকডাউনের মধ্যে ধীরে ধীরে কাজ এগোচ্ছে । 75 শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে । তবে লকডাউনের জন্য কিছুটা পিছিয়ে পড়ছে । সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে । শিয়ালদা স্টেশনের দু'টি তল জুড়ে হচ্ছে এই শপিং মল তৈরি হয়েছে । এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি অন্যান্য জিনিসও পাওয়া যাবে । ফ্রি ওয়াইফাই, CCTV, মেটাল ডিটেক্টর, VIP লাউঞ্জ, ডরমেটরিসহ আরও অত্যাধুনিক পরিষেবা রয়েছে শপিং মলে । দেশের সব স্টেশনগুলিকে আরও উন্নত করার দিকে বহুদিন থেকে জোর দিচ্ছে রেল মন্ত্রক । তার অঙ্গ হিসেবে সেজে উঠেছে হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন ও শিয়ালদা স্টেশন ।

কোরোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে । রেল পরিষেবা স্বাভাবিক হতে শুরু করলে নতুন এই শপিং মল যাত্রীদের জন্য লাভজনক হবে বলে মনে করা হচ্ছে । শিয়ালদা স্টেশনে প্রতিদিন প্রায় ১২ লাখ মানুষের যাতায়াত হয় । পুজোর সময় এই সংখ্যা প্রায় ১৫ লাখে পৌঁছায় । যদিও এবছর কোরোনা আবহে পুজোয় মানুষের ভিড় কত হবে, অথবা ট্রেন চলাচল কবে স্বাভাবিক হবে তা এখনও অনুমান করা যাচ্ছে না । তা সত্ত্বেও জন সাধারণের সুবিধার্থে শপিং মল পুজোর আগেই খুলতে চাইছে কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.