ETV Bharat / city

Duare Sarkar: নভেম্বরের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার, বুধের বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন

author img

By

Published : Sep 28, 2022, 7:44 PM IST

চলতি বছরের নভেম্বর (November) মাসেই ফের শুরু হবে দুয়ারে সরকার (Duare Sarkar) ৷ বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নবান্ন (Nabanna) ৷

Nabanna declares Duare Sarkar will resume in November this year
Duare Sarkar: নভেম্বরের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার, বুধের বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন

কলকাতা, 28 সেপ্টেম্বর: যেদিন আদালতে (Calcutta High Court) দুয়ারে রেশন (Duare Ration) নিয়ে অস্বস্তিতে পড়তে হল রাজ্য সরকারকে, ঠিক সেদিনই জারি করা হল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির বিজ্ঞপ্তি (Notice) ৷ উল্লেখ্য, বুধবারই মহামান্য কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রের খাদ্য সুরক্ষা নীতির পরিপন্থী ৷ আর এদিনই নবান্নের (Nabanna) তরফে জারি করা হল, দুয়ারে সরকারের বিজ্ঞপ্তি ৷ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, পুজোর পরই রাজ্যে ফের দুয়ারে সরকারের শিবির শুরু হবে ৷ বুধবার সেই ঘোষণা অনুসারেই প্রকাশিত হল বিজ্ঞপ্তি ৷ তাতে জানানো হয়েছে, পুজোর পরের মাসেই শুরু হবে বছর শেষের দুয়ারে সরকার ৷

এদিন নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকারের ক্যাম্প ৷ সংশ্লিষ্ট শিবিরগুলিকে মোট 25টি পরিষেবা পাওয়া যাবে ৷ এর মধ্যে রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একাধিক রাজ্য সরকারি জনকল্য়াণমুখী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার সুযোগ ৷ নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিংক, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড প্রদান, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ এবং জাতি শংসাপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি দেওয়া হবে ৷

আরও পড়ুন: দুয়ারে রেশন প্রকল্পকে বেআইনি বলে রায় হাইকোর্টের

আগে যেকোনও সরকারি পরিষেবা পেতে সংশ্লিষ্ট দফতরের কার্যালয়ে যেতে হত ৷ নানা কারণে সকলের পক্ষে তা সম্ভব নয় ৷ তাছাড়া, সরকারি কার্যালয়ের এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে গিয়ে মানুষকে হয়রানও হতে হত ৷ মানুষের এই হয়রানি দূর করার প্রতিশ্রুতি দিয়েই দুয়ারে সরকার প্রকল্প চালু করে রাজ্যের বর্তমান সরকার ৷ সাধারণত, নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সারা রাজ্যে দুয়ারে সরকারের ক্যাম্প বসে ৷ নাগরিকের বাসস্থানের নিকটবর্তী কোনও স্কুলে বা গ্রামাঞ্চলে পঞ্চায়েত কার্যালয়ে এই শিবির হয় ৷ ইতিমধ্যেই এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে ৷

এদিকে, একের পর এক দুর্নীতির জেরে রাজ্য সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ৷ এমন একটি প্রতিকূল সময়ে ফের একবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নাগরিকদের আস্থা ফিরে পেতে চাইছে রাজ্য প্রশাসন তথা শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.