ETV Bharat / city

CPIM Movement on Multiple Issues: দেশের আর্থিক মন্দা-সহ একাধিক ইস্যুতে সেপ্টেম্বরে 11 দিনের আন্দোলন সিপিএমের

author img

By

Published : Aug 2, 2022, 7:55 PM IST

Movement of CPIM on Multiple Issues of Country from 14-24 September
Movement of CPIM on Multiple Issues of Country from 14-24 September

আর্থিক মন্দা, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে দেশব্যাপি আন্দোলনে নামছে সিপিএম ৷ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে ৷ 14-24 সেপ্টেম্বর পর্যন্ত এই আন্দোলন চলবে দেশের বিভিন্ন প্রান্তে (Movement of CPIM on Multiple Issues of Country from 14 24 September) ৷

কলকাতা, 2 অগস্ট: মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আদিবাসীদের অধিকারে হস্তক্ষেপ এমন একাধিক অভিযোগে দেশজুড়ে পথে নামছে সিপিএম ৷ গত 30 ও 31 জুলাই দিল্লিতে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা হয় ৷ সেই ইস্যুগুলিকে নিয়ে একত্রে আগামী সেপ্টেম্বরের 14-24 তারিখ পর্যন্ত লাগাতার আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম নেতৃত্ব (Movement of CPIM on Multiple Issues of Country from 14 24 September) ৷

বাংলার ক্ষেত্রে এই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ৷ রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কর্মসূচি নেওয়া হবে ৷ সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে ৷ যার ফলে অর্থনীতিতে চাহিদার মাত্র কমছে ৷ পাশাপাশি, দেশের উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ, জিডিপি-তেও প্রভাব পড়ছে ৷ ফলে অর্থনীতির গতিও ক্রমশ মন্থর হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে শ্রীনগর থেকে শুরু হল এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’

পাশাপাশি যুবসমাজে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে ৷ তাই মোদি সরকারকে অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে বলে দাবি তুলেছে সিপিএম ৷ বন সংরক্ষণ আইনের অধীনে সংশোধিত ধারাগুলি অবিলম্বে প্রত্যাহারের দাবিও এই 11 দিনের আন্দোলনে তুলে ধরা হবে ৷ পাশাপাশি, বনভূমি নষ্ট করে যেভাবে নির্মাণ চলছে, তাতে জলবায়ু পরিবর্তন হচ্ছে ৷ সেই ইস্যুও এই আন্দোলনে থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.