ETV Bharat / city

রিজেন্ট পার্কে মহিলা ও 2 ছেলের আত্মহত্যার চেষ্টা

author img

By

Published : Jun 26, 2020, 1:35 PM IST

Updated : Jun 26, 2020, 5:01 PM IST

রিজেন্ট পার্কে সপরিবারে আত্মহত্যার চেষ্টা । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি মা এবং দুই ছেলে ।

attempt to সপরিবারে আত্মহত্যার চেষ্টাsuicide
attempt to sসপরিবারে আত্মহত্যার চেষ্টাuicide

কলকাতা, 26 জুন : রিজেন্ট পার্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মা ও দুই ছেলের । তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে । জানা গেছে , লকডাউনের জেরে আর্থিক অনটনে পড়ে ছিল ওই পরিবার । পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তার জেরে ওই পরিবার আত্মহত্যার চেষ্টা করে ।

পুলিশ জানিয়েছে, 370 নম্বর সোনালি পার্কে এই ঘটনা ঘটেছে । অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তিনজনকে ভরতি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে । বিষ খেয়ে এই তিনজন আত্মহত্যার চেষ্টা করে বলে জানতে পেরেছে পুলিশ । জানা গেছে, মহিলা পরিচারিকার কাজ করতেন । তাঁর বছর বিয়াল্লিশের বড় ছেলে আলিপুর আদালতে মুহরির কাজ করতেন । সেই কাজ লকডাউনের জেরে বন্ধ । বছর পঁয়ত্রিশের ছোটো ছেলে বিশেষভাবে সক্ষম । তিনি কোনও কাজকর্ম করতে পারেন না । মাঝের সময়টায় শুধুমাত্র মায়ের রোজগারেই চলত সংসার । কোরোনা আতঙ্কের জেরে 67 বছরের ওই মহিলাও পরিচারিকার কাজ হারান । তার জেরে চূড়ান্ত আর্থিক অনটনে পড়ে যায় পুরো পরিবার ।

সোনালি পার্ক এলাকার মানুষজনের ধারণা, লকডাউনের জেরে চূড়ান্ত আর্থিক অনটনের জন্যই পুরো পরিবার আত্মহত্যার সিদ্ধান্ত নেয় । আজ সকাল 11 টা নাগাদ বিষয়টি বুঝতে পারে প্রতিবেশীরা । তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে ।

এর আগে ঠাকুরপুকুরে বিষ খেয়ে আত্মহত্যা করে একই পরিবারের তিনজন । মৃত্যু হয়েছিল দম্পতি এবং তাঁদের ছেলের ।

Last Updated : Jun 26, 2020, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.