ETV Bharat / city

TMC-BJP MLAs fight : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি

author img

By

Published : Mar 28, 2022, 12:10 PM IST

Updated : Mar 28, 2022, 2:20 PM IST

বগটুই কাণ্ড নিয়ে গতকয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতির পারদ চড়ছে ৷ সেই আঁচ এদিন এসে পড়ে বিধানসভাতেও ৷ বিধানসভার অন্দরে হাতাহাতিতে জড়ালেন শাসক-বিরোধী দলের বিধায়করা (MLAs of TMC and BJP got involved in fighting) ৷

TMC BJP MLAs fight inside Vidhan Sabha
তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি

কলকাতা, 28 মার্চ : বিধানসভার অন্দরে নজিরবিহীন ঘটনা ৷ হাতাহাতিতে জড়ালেন শাসক-বিরোধী দলের বিধায়করা ৷ নাক ফাটল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ৷ উল্টোদিকে মার খেলেন বেশ কিছু বিজেপি বিধায়কও ৷ বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয় ৷ ওয়েলে নিরাপত্তারক্ষীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা (MLAs of TMC and BJP got involved in fighting) ৷

বগটুই কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতির পারদ চড়ছে ৷ সেই আঁচ এদিন এসে পড়ে বিধানসভাতেও ৷ এদিন অধিবেশন বসলে সদনের অন্দরে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকারও সমালোচনা করেন তিনি ৷ এরপরেই আরও তেতে ওঠে বিরোধী বেঞ্চ ৷ রে রে করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা ৷

সেক্রেটরিয়েটের কাগজ কেড়ে নিতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন ৷ শুরু হয়ে যায় হাতাহাতি ৷ এই অবস্থা দেখে চুপ করে বসে থাকেনি ট্রেজারি বেঞ্চও ৷ শাসকদলের বিধায়করাও ওয়েলে নেমে আসেন ৷ শুরু হয়ে যায় ‘ফাইটিং’ ৷ আহত হন দু'পক্ষের বেশ কয়েকজন বিধায়ক ৷ গোটা ঘটনায় দু'পক্ষই একে অপরকে দোষারোপ করেছে ৷ বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা ৷ শুভেন্দুর অভিযোগ, শাসকদলের বিধায়কদের হাত থেকে রেহাই পাননি দলের মহিলা বিধায়করাও ৷

আরও পড়ুন : বিধানসভায় হাতাহাতির জেরে সাসপেন্ড শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক

আহত অসিত মজুমদারকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে ৷ এই মুহূর্তে উডবার্ন ওয়ার্ডে ভর্তি তৃণমৃল বিধায়ক ৷ ঘটনায় বিরোধী দলনেতা-সহ পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari along with five BJP MLAs got suspended) ৷ তাঁদের সাসপেন্ড করার আর্জি জানান উদয়ন গুহ-সহ তৃণমূল বিধায়কেরা ৷

Last Updated : Mar 28, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.