ETV Bharat / city

Menaka Gambhir: অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান, হাইকোর্টে আবেদন মেনকার

author img

By

Published : Oct 17, 2022, 1:08 PM IST

Updated : Oct 17, 2022, 1:57 PM IST

আবারও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir) ৷ আদালতকে তিনি জানিয়েছেন, তাঁর মা অসুস্থ ৷ তাই মাকে দেখতে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি ৷

Menaka Gambhir seeks permit to go abroad before Calcutta High Court
Menaka Gambhir: অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান, হাইকোর্টে জানালেন মেনকা

কলকাতা, 17 অক্টোবর: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir) ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মেনকা জানিয়েছেন, তাঁর মা ব্যাঙ্ককে রয়েছেন ৷ তিনি গুরুতর অসুস্থ ৷ তাই অবিলম্বে মায়ের কাছে যেতে চান তিনি ৷ সেই কারণেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন মেনকা ৷ যদিও এতে ঘোরতর আপত্তি রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (Enforcement Directorate) ৷ আগামী বুধবার এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, কয়লাপাচার (Coal Smuggling Scam) কাণ্ডে অনেক আগেই নাম জড়িয়েছে অভিষেকের শ্যালিকা মেনকার ৷ এমনকী, এই একই ঘটনায় অভিষেক নিজেও একাধিকবার ইডি (ED)-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷

আরও পড়ুন: মাঝরাতে কোনও মহিলাকে জেরার জন্য ডাকা অনুচিত, মেনকা-কাণ্ডে মন্তব্য অধীরের

এই পরিস্থিতিতে গত 10 সেপ্টেম্বর ফের একবার খবরের শিরোনামে চলে আসেন মেনকা ৷ জানা যায়, কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে দমদম বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়েছে ৷ এমনকী, মেনকার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি রয়েছে বলে জানা যায় ৷

সেই ঘটনার পর মেনকাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ৷ ইডি-এর পাঠানো সেই তলবি নোটিশে উল্লেখিত সময় নিয়েও বিভ্রান্তি ঘটে ৷ তা নিয়ে বিস্তর জলঘোলা হয় ৷ পরবর্তীতে ইডি-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন মেনকা ৷ তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, মেনকার কাছে আদালতের রক্ষাকবচ রয়েছে ৷ তারপরও কেন ইডি তাঁকে ডেকে পাঠাচ্ছে ? এটা আদালতের নির্দেশ অমান্য করারই সমতুল্য ৷

অন্যদিকে, ইডি-এর আইনজীবী বলেন, আদালতের নির্দেশ ছিল, মেনকার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ এখানে কঠোর পদক্ষেপ বলতে গ্রেফতারি বোঝায় ৷ ইডি তাই মেনকাকে গ্রেফতার করেনি ৷ ইডি-এর যুক্তি আদালতে গ্রাহ্য হয় এবং মেনকার করা সংশ্লিষ্ট মামলাটি খারিজ হয়ে যায় ৷ এই প্রেক্ষাপটে মেনকা ফের বিদেশ যাওয়ার অনুমতি চাওয়ায় আদালত তাঁকে মামলা করা অনুমতি দিলেও ইডি-এর আইনজীবীদের বক্তব্য, যাঁর নামে লুক আউট নোটিশ জারি রয়েছে, তাঁকে কীভাবে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে !

Last Updated : Oct 17, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.