Bowbazar Metro Work : বউবাজারে ফাটল পরিদর্শনে মেয়র, বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো বিষয়টি দেখার আশ্বাস

author img

By

Published : May 12, 2022, 3:39 PM IST

Bowbazar Metro Work News
বউবাজারে ফাটল পরিদর্শনে মেয়র ()

বুধবার রাতে ফের বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয় (Fresh Cracks in Bowbazar Metro Zone) ৷ আজ সকাল থেকেই দফায় দফায় চলছে সেখানে পরিদর্শন ৷ মেয়র ফিরহাদ হাকিমও আসেন পরিদর্শনে ৷ জানান, বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো বিষয়টি দেখা হবে ৷

কলকাতা, 12 মে : এদিন সকাল থেকেই দফায় দফায় বউবাজারের দুর্গা পিথুরি লেনে পরিদর্শনে যান মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ প্রশাসনিক কর্তারা । প্রায় আড়াই বছর পর ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারে বাড়িতে ও রাস্তায় ফাটল ধরেছে (Fresh Cracks in Bowbazar Metro Zone) ৷

জানা গিয়েছে, গতকাল রাত থেকে ঘটনাস্থলে গেছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim inspects cracks in Bowbazar)। খবর আসার পর সকাল থেকে বিধায়ক তাপস রায় রয়েছেন ঘটনাস্থলে । তিনি এই অঞ্চলের বিধায়ক না হলেও, 2019 সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য একের পর এক বাড়ি যখন ধসে পড়েছিল, তখন তাঁর মধ্যে পড়ে তাপস রায়ের বাড়িও । বিধায়কের বাড়িও সেই সময় ক্ষতিগ্রস্ত হয় ৷ বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকেও ৷

Bowbazar Metro Work News
মেট্রোর কাজের জন্য বুধবার রাতে ফের বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়

মেয়র ফিরহাদ হাকিম দুর্গা পিথুরি লেনে যে পাঁচ-ছ'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে সেই বাড়িগুলি পরিদর্শন করেন । পৌরসভার তরফে কিভাবে সাহায্য করা যায়, সেই বিষয়গুলির সরজমিনে বুঝে নিতেই এই পরিদর্শন । পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন । ঘটনাস্থল পৌঁছেছেন পুলিশের জয়েন্ট সিপিও । কলকাতা পৌরসভার ডিজি (বিল্ডিং)-ও গিয়েছেন বউবাজারে ।

Bowbazar Metro Work News
এই দুর্গা পিথুরি লেনে পাঁচ-ছ'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে

ঘটনাস্থল পরিদর্শন করে ফিরহাদ হাকিম বলেন, "এই বাড়িগুলো বিপজ্জনক বাড়ি । পৌরসভার তরফে গত আড়াই বছর আগেই এখানে নোটিশ লাগিয়ে দিয়েছিলাম । আমরা কেএমআরসিএল (KMRCL)-এর সঙ্গে কথা বলেছি । আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ারিং রিপোর্ট কেএমআরসিএল-এর পক্ষ থেকে পেয়ে যাব । সেই রিপোর্ট মুখ্যসচিবকে দেওয়া হবে এবং তারপরে সবার সঙ্গে যৌথভাবে একটি বৈঠক করা হবে । যাঁদের বাড়ি ছাড়তে হয়েছে তাঁদের কারও যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টাও দেখা হবে ।"

Bowbazar Metro Work News
পৌরসভার তরফে আড়াই বছর আগেই এই বাড়িগুলি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল

আরও পড়ুন : Cracks Again in Bowbazar : ফিরল 2019-এর বিভীষিকা, মেট্রোর কাজে বউবাজারের বহু বাড়িতে ফাটল

তিনি আরও জানান, ডিজি (বিল্ডিং)-এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে । রিপোর্ট হাতে পেলেই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে । এই বাড়িগুলি ছাড়া আরও কোন কোন বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাও দেখা হবে । ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কেএমআরসিএল-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা । মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী । স্থানীয় মানুষদের সতর্ক হতে সারা এলাকাজুড়ে চলছে মাইকিং।

Bowbazar Metro Work News
এলাকায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.