Cracks Again in Bowbazar : ফিরল 2019-এর বিভীষিকা, মেট্রোর কাজে বউবাজারের বহু বাড়িতে ফাটল

author img

By

Published : May 12, 2022, 7:08 AM IST

Updated : May 12, 2022, 7:23 AM IST

East West Metro Work in Bowbazar

2019-এর সেপ্টেম্বর মাস, রাতে হঠাৎই বাড়িতে ফাটল ধরে ৷ ধসে পড়ে বেশ কিছু বাড়ি ৷ বউবাজারের এলাকাবাসী সেই ঘটনার সাক্ষী হল ৷ বুধবার রাতে ফের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয় ৷ অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন (Metro Work Crack Bowbazar Houses) ৷

কলকাতা, 12 মে : প্রায় আড়াই বছর পরে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি ফিরল বউবাজারে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারের দুর্গা পিথুরি লেনে একাধিক বাড়িতে ফাটল ধরল । রাস্তাতেও ফাটল ধরেছে বলে জানা গিয়েছে (House Cracked in Durga Pithuri Lane Bowbazar due to East-West Metro Work) । যা জেরে আতঙ্কিত বাসিন্দারা । রাতেই ঘটনাস্থলে যান মেট্রোর আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন ৷

এলাকাবাসীর অভিযোগ, বুধবার বিকেলে বউবাজার এলাকার 1-2টি বাড়ির দেওয়াল চিড় ধরে ৷ সন্ধে গড়াতে সেই চিড়গুলি আরও বড় আকার নেয় ৷ সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুর্গা পিথুরি লেনের বাসিন্দারা ৷ এখানে প্রায় 10-12 টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে । 16 নম্বর বাড়িটিতে প্রথম ফাটল লক্ষ্য করা যায় । ভয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা । রাস্তায় এলেও সেখানে ফাটল দেখতে পান তাঁরা । মাঝে মধ্যে কেঁপে উঠছে বাড়ি । তবে কেউ কোনও জিনিসপত্র বের করে আনতে পারেননি । এই ঘটনায় কেএমআরসিএল-এর কাজের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা । আড়াই বছর আগে রাতে এই এলাকার আশপাশে একাধিক বাড়িতে আচমকা ফাটল ধরেছিল । সেই স্মৃতি ফিরে এলো এদিন ।

আরও পড়ুন : ফের বউবাজারে ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত বাড়ি

2019-এর সেপ্টেম্বরে বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং-এর সময় দু'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল ৷ ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি । ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 40 থেকে 50টি বাড়ি । রাস্তাতেও ফাটল ধরেছিল । এক রাতের মধ্যেই ভিটে-বাড়ি ছাড়া হয়েছিলেন বহু মানুষ । সম্পূর্ণ ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়ি । হোটেলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা । পরে ক্ষতিপূরণ দেওয়া হয় ।

এই ঘটনার পর আইনি জটিলতা ও জল অনেকটা গোড়াবার পরে আবার শুরু হয়েছিল খনন কাজ । সেই সময় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর বিশেষজ্ঞ দলের প্রধান জন ইন্ডিকট জানিয়েছিলেন, বৌবাজার থেকে শিয়ালদা পর্যন্ত কাজ ফের শুরু হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বজায় রেখেই কাজ চলবে । তবে জানা গিয়েছে, আজ দুর্গা পিথুরি লেনে ফাটল ধরার ঘটনার সময় কেএমআরসিএল বা মেট্রো রেলের তরফে কোনও আধিকারিক অথবা ইঞ্জিনিয়ার, কেউ উপস্থিত ছিলেন না ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

এদিন রাতেই ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কেএমআরসিএল-র ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা । মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী । স্থানীয় মানুষদের সতর্ক হতে সারা এলাকা জুড়ে চলছে মাইকিং।

Last Updated :May 12, 2022, 7:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.