ETV Bharat / city

Mamata Banerjee : জয় মা দুর্গা বলে সবাইকে নিয়ে এগিয়ে চলো, বার্তা মমতার

author img

By

Published : Sep 1, 2022, 2:37 PM IST

Mamata Banerjee says work together with all Caste and creed
Mamata Banerjee : জয় মা দুর্গা বলে সবাইকে নিয়ে এগিয়ে চলো, বার্তা মমতার

কলকাতার দুর্গাপুজো (Durga Puja) হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ দিতে মিছিল হয় ৷ মিছিলের শুরুতে জোড়াসাঁকোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, জয় মা দুর্গা বলে সবাইকে নিয়ে এগিয়ে চলো ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO) ৷ সেই উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হল মিছিল ৷ সেই মিছিলের শুরুতে সব বর্ণ, সব শক্তি, সব ধর্মকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর কথায়, ‘‘জয় মা দুর্গা বলে সব ধর্ম, সব বর্ণকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো ৷’’

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় ইউনেস্কোর এই স্বীকৃতি মেলে ৷ তার পরও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিল হয় কলকাতায় ৷ যদিও সেই মিছিল আয়োজন করা হয়েছিল পুজো কমিটিগুলির সংগঠনের তরফে ৷ বৃহস্পতিবারের ধন্যবাদ মিছিলের আয়োজক রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর ৷

এদিন কলকাতার জোড়াসাঁকো থেকে ওই মিছিল শুরু হয় ৷ মিছিল শুরুর আগে কয়েক মিনিটের বক্তৃতায় ইউনেস্কোকে আরও একবার ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এদিন সকালেই টুইট করে দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি (Heritage Durga Puja) দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

সেখানে তিনি লিখেছিলেন, "দুর্গাপুজো একটি আবেগ, যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের একত্রিত করে ৷ এর দ্বারা আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মহিমার মেলবন্ধন ঘটে ৷ দুর্গাপুজোকে সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং প্রত্যেকের ভালোবাসা ও শ্রমকে সম্মান দেওয়ার জন্য ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ৷"

এদিনের পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শীর্ষস্তরের নেতারা উপস্থিত ছিলেন ৷ তাছাড়া টলিউডের অনেক তারকাকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে ৷ এছাড়াও ছিল বিভিন্ন পুজো কমিটিগুলিও ৷

আরও পড়ুন : টুইটে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.