ETV Bharat / city

Seven New Districts: রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Aug 1, 2022, 1:47 PM IST

Updated : Aug 1, 2022, 2:35 PM IST

রাজ্যে নতুন সাতটি জেলা (Seven New Districts) গঠন করা হবে ৷ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷

Mamata Banerjee announces Seven New Districts will be formed in West Bengal
Seven New Districts: গঠিত হবে নতুন সাত জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 1 অগস্ট: রাজ্যে আবারও গঠিত হবে নতুন জেলা ৷ পুরনো বেশ কয়েকটি জেলা ভেঙে নতুন সাতটি জেলা (Seven New Districts) গঠন করা হবে ৷ এর মধ্য়ে মুর্শিদাবাদ ভেঙে কান্দি ও বহরমপুর, নদিয়া ভেঙে রানাঘাট, বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা ভেঙে সুন্দরবন এবং উত্তর 24 পরগনা ভেঙে তৈরি হবে আরও দু'টি জেলা ৷ এর মধ্য়ে একটি ইছামতি এবং অন্য জেলাটি হবে বারাসত এলাকাকে নিয়ে ৷ যদিও সেটির নাম কী হবে, তা এখনও স্থির করা হয়নি ৷ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে জেলা পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এমন কয়েকটি জেলা রয়েছে, যেগুলি আয়তনে বিরাট ৷ এই আয়তন সুষ্ঠু প্রশাসনিক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ যার ফল ভোগ করতে হচ্ছে আমজনতাকে ৷ অনেক ক্ষেত্রেই প্রত্যন্ত এলাকার মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য দূরের শহরে যেতে হচ্ছে ৷ জেলা ভাগ করা হলে এই সমস্যা মেটানো সম্ভব হবে বলেই মত মুখ্যমন্ত্রীর ৷ সেক্ষেত্রে প্রশাসনিক কার্যালয়গুলি স্থানান্তরিত করে প্রত্যন্ত গ্রামীণ এলাকার কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে ৷ ফলে স্থানীয় বাসিন্দাদের পরিষেবা পেতে কথায় কথায় শহরে ছুটত হবে না ৷

আরও পড়ুন: Mamata Cabinet Reshuffle: বুধবার মমতার মন্ত্রিসভায় রদবদল, আসছে 5-6 নতুন মুখ

তবে, এক্ষেত্রে আবার অন্য সমস্যা রয়েছে ৷ প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য যত সংখ্য়ায় আএএস আধিকারিক প্রয়োজন, রাজ্য়ের হাতে তা নেই ৷ ফলে এক-একজন আইএএস-কে একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয় ৷ জেলা ভাগ হলে তাঁদের চাপ আরও বাড়বে ৷ তা সত্ত্বেও সোমবার নতুন সাতটি জেলা গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

যদিও, এই প্রথম নয় ৷ ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের সরকার পুরনো জেলা ভেঙে একাধিকবার নতুন জেলা গঠন করেছে ৷ তারও আগে, দেশ স্বাধীন হওয়ার পর দফায় দফায় পশ্চিমবঙ্গে পুরনো জেলাগুলি ভেঙে নতুন একাধিক জেলা গঠন করা হয়েছে ৷ 1947 সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট জেলা ছিল 14টি ৷ এরপর 1950 সালের 26 জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ৷ এর চার বছর পর, অর্থাৎ 1954 সালে হুগলির জেলার সঙ্গে জুড়ে যায় চন্দননগর ৷ 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন প্রণয়ন করা হয় ৷ সেই আইন অনুসারেই পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিম দিনাজপুরের বহর বাড়ে ৷ পরবর্তীতে পশ্চিম দিনাজপুর, 24 পরগনা এবং মেদিনীপুরের মতো বড় জেলাগুলিকে দফায় দফায় ভেঙে তুলনায় ছোট নতুন জেলা গঠন করা হয় ৷

2011 সালের পালাবদলে রাজ্যে প্রথমবারের জন্য সরকার তৈরি করে তৃণমূল কংগ্রেস ৷ এর প্রায় তিনবছর পর 2014 সালের 25 জুন জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয় ৷ 2017 সালের 14 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে কালিম্পং জেলা ৷ যা আগে ছিল দার্জিলিং জেলার অংশ ৷ ওই একই বছরের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়ে জেলার স্বীকৃতি পায় ঝাড়গ্রাম ৷ এর তিনদিন পর 7 এপ্রিল বর্ধমান জেলাকে দু'ভাগে বিভক্ত করে গঠিত হয় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ৷

Last Updated : Aug 1, 2022, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.