ETV Bharat / city

সমস্যা মেটাতে "সমাধান" চালু করল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

author img

By

Published : Jun 26, 2020, 4:41 AM IST

MAKAUT Launched helpline number
'সমাধান' ৷

লকডাউনে চলছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ৷ কিন্তু বহু পড়ুয়া সেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না ৷ তাদের সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর চালু করল কর্তৃপক্ষ ৷

কলকাতা, 25 জুন: লকডাউনের শুরু থেকেই অনলাইনে পঠনপাঠন চলছে মৌলানা আবুল কালামআজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (MAKAUT) যদিও একাধিক কারণে সেই অনলাইন ক্লাসে 100 শতাংশ পড়ুয়াঅংশগ্রহণ করতে পারছে না । যে পড়ুয়ারা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না তাঁদেরসুবিধা-অসুবিধা দেখতে এবার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (MAKAUT)যে কোনও সমস্যায়পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন, SMS বা হোয়াটসঅ্যাপকরে জানাতে পারবে ৷ দ্রুত সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে কর্তৃপক্ষ ।

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন এই প্ল্যাটফর্মের নাম 'সমাধান' । বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে90 টি ইঞ্জিনিয়ারিং ও 110 টি প্রফেশনাল কলেজ রয়েছে । প্রতি বছরপ্রায় 35 হাজার পড়ুয়া পড়াশুনো করেন এই প্রতিষ্ঠানে । খোদ বিশ্ববিদ্যালয় ওবিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির সব পড়ুয়ার জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি করাহয়েছে । দেওয়া হয়েছে নির্দিষ্ট নম্বর । নম্বরটি হল 8017669359

নয়া প্ল্যাটফর্মের বিষয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরউপাচার্য সৈকত মৈত্র বলেন, "সমাধান নামের প্ল্যাটফর্মটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তথ্য জানানোরজন্য তৈরি করা হয়েছে । প্রতিটি বিভাগের সঙ্গে যুক্ত করা হয়েছে । যাতে যে কোনওবিভাগের পড়ুয়া বাড়িতে বসে পঠনপাঠনের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়লে দ্রুত তারসমাধান করা যায় ।"

পড়ুয়াদের ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা COVID-19 পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা, কেরিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেনফোন করে । সিমেস্টার নিয়েও একাধিক প্রশ্ন আসছে পড়ুয়াদের থেকে । মূলত, সিমেস্টার পরীক্ষা নেওয়া হবে না কিপরীক্ষা ছাড়াই পরবর্তী সিমেস্টারে উন্নীত করা হবে, তা জানতে চাইছে তারা । এছাড়াওস্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ায় অনেকেই মানসিক সমস্যার সম্মুখীন । সেক্ষেত্রেতাদের বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের কাছে রেফার করা হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.