ETV Bharat / city

Local Train Service : সবুজ সংকেত রাজ্যের, রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন

author img

By

Published : Oct 29, 2021, 4:10 PM IST

Updated : Oct 29, 2021, 5:24 PM IST

রাজ্যে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা । শুক্রবার কোভিড নির্দেশিকা জারি করে ঘোষণা করা হল, 31 অক্টোবর অর্থাৎ আগামী রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে পুনরায় চালু হতে চলেছে লোকাল ট্রেন ।

Local Train Service
Local Train Service

কলকাতা, 29 অক্টোবর : আগামী রবিবার অর্থাৎ 31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ৷ প্রায় 6 মাস পর রাজ্যের অনুরোধে বঙ্গে ট্রেন পরিবেষা শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ শুক্রবার কোভিড নির্দেশিকা জারি করে আজ এমনটাই ঘোষণা করা হল ।

জানানো হয়েছে, লোকাল ট্রেন চালু হচ্ছে 50 শতাংশ যাত্রী নিয়ে ৷ দ্বিতীয় লকডাউনের পর প্রায় ছ'মাস পরে আবার চালু হচ্ছে লোকাল ট্রেন । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "আগামী রবিবার থেকে আবার স্বাভাবিক হতে চলেছে লোকাল ট্রেন । তবে আপাতত 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন । লোকাল ট্রেন চালাতে আমরা প্রস্তুত ছিলাম ৷ অপেক্ষা ছিল শুধু রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার । এবার তা পাওয়া গেল ।"

ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন যে, "লোকাল ট্রেন আমাদের রাজ্যের লাইফলাইন । তাই ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজন । লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে । প্যানডেমিক এখনও শেষ হয়ে যায়নি । তাই আমার সাধারণ মানুষের কাছে একান্ত আবেদন যে, জরুরি কাজ ছাড়া যেন তাঁরা ট্রেনে সফর না করেন । তবে রেলের তরফ সবরকম চেষ্টা করা হবে যাতে নিখুঁত ও ত্রুটিহীনভাবে ট্রেন চালানো যায় । আরও বেশি সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হবে । দেখা হবে যাতে সকলে মাস্ক পড়ে থাকেন ৷ কোচের ভিতরেও নিরাপত্তারক্ষী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে ।"

16 নভেম্বর থেকে চালু হচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি । শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের একটা বড় অংশ লোকাল ট্রেনের ওপরেই নির্ভরশীল । তাই আবার রাজ্যে লোকাল ট্রেন চালু করার আবেদন আসে বিভিন্ন মহল থেকে । সেই আর্জিকেই মান্যতা দিয়েই স্কুল খোলার আগে চালু করে দেওয়া হচ্ছে লোকাল ট্রেন ।

আরও পড়ুন : Firecrackers Ban : কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

Last Updated :Oct 29, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.