ETV Bharat / city

ব্রেন ডেথ ঘোষিত রোগীর লিভার-কিডনি প্রতিস্থাপন

author img

By

Published : Sep 29, 2019, 10:59 PM IST

ছবিটি প্রতীকী

রবিবার দুপুরে ব্রেন ডেথ ঘোষিত রোগীর একটি কিডনি এবং লিভার SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয় । সন্ধ্যায় কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । রোগীর লিভার প্রতিস্থাপন হচ্ছে SSKM হাসপাতালে বছর চল্লিশের এক পুরুষ রোগীর শরীরে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : হৃদয় প্রতিস্থাপন সম্ভব হয়নি । তবে একটি কিডনি এবং লিভার প্রতিস্থাপন সম্ভব হল । আর এ ভাবেই কলকাতায় ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হল অন্য রোগীর শরীরে । শেষ খবর পাওয়া পর্যন্ত, কিডনি প্রতিস্থাপন হয়ে গেছে । লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে ।

25 সেপ্টেম্বর থেকে বারুইপুরের বাসিন্দা তন্ময় হালদার (20)-এর চিকিৎসা চলছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন তিনি । তাঁর সিভিয়ার হেড ইনজুরি হয়েছিল । শেষ পর্যন্ত ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের কাছে । অবশেষে গতকাল ব্রেন ডেথ ঘোষণা করা হয় । এ দিকে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর বিভিন্ন অঙ্গদানের জন্য যাতে সম্মতি জানান পরিজনরা, তার চেষ্টা চলতে থাকে ।

পরিজনদের সম্মতি পাওয়ার পরে শুরু হয় অঙ্গগ্রহীতাদের খোঁজ । অবশেষে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি এবং লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় । হাসপাতাল সূত্রে খবর, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদয় অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে SSKM হাসপাতালের চিকিৎসকরা আশায় ছিলেন । তবে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদয় দান করতে চাননি পরিজনরা । যে কারণে, হৃদয় অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হল না ‌।

রবিবার দুপুরে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি এবং লিভার SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয় । সন্ধ্যায় এই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । 55 বছরের একজন পুরুষ রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়েছে কিডনি । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই কিডনি গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে, অন্য একটি কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি ।

হাসপাতাল সূত্রে খবর, গ্রহীতার খোঁজ না মেলায় এই কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি । যদিও, ROTTO (রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রানস্প্লান্ট অরগানাইজ়েশন)-র এক আধিকারিক জানিয়েছেন, টেকনিকাল কারণে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার প্রতিস্থাপন হচ্ছে SSKM হাসপাতালে বছর চল্লিশের এক পুরুষ রোগীর শরীরে ।

Intro:কলকাতা, ২৯ সেপ্টেম্বর: হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব হয়নি। তবে, একটি কিডনি এবং লিভার সম্ভব হল। আর, এভাবেই কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হল অন্য রোগীর শরীরে। শেষ খবর পাওয়া পর্যন্ত, কিডনি প্রতিস্থাপন হয়ে গিয়েছে। লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।
Body:গত ২৫ সেপ্টেম্বর থেকে বারুইপুরের বাসিন্দা বছর ২০-র তন্ময় হালদারের চিকিৎসা চলছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। পথদুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন তিনি। তাঁর সিভিয়ার হেড ইনজুরি হয়েছিল। শেষ পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের কাছে। অবশেষে, গতকাল, শনিবার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এ দিকে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর বিভিন্ন অঙ্গ দানের জন্য যাতে সম্মতি জানান পরিজনরা, তার চেষ্টা চলতে থাকে।

পরিজনদের সম্মতি পাওয়ার পরে শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ। অবশেষে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি এবং লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে SSKM হাসপাতালের চিকিৎসকরা আশায় ছিলেন। তবে, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদযন্ত্র দান করতে চাননি পরিজনরা। যে কারণে, এই হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হল না‌।

রবিবার দুপুরে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি এবং লিভার SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়। রবিবার সন্ধ্যায় এই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বছর ৫৫-র এক পুরুষ রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়েছে এই কিডনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই কিডনি গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, অন্য একটি কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি।
Conclusion:হাসপাতাল সূত্রে খবর, গ্রহীতার খোঁজ না মেলায় এই কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। যদিও, ROTTO (রিজিওনাল অর্গান অ‍্যান্ড টিস্যু ট্রানস্প্লান্ট অরগানাইজেশন)-র এক আধিকারিক জানিয়েছেন, 'টেকনিক্যাল কারণে' ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার প্রতিস্থাপন হচ্ছে SSKM হাসপাতালে বছর ৪০-এর এক পুরুষ রোগীর শরীরে।

_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.