ETV Bharat / city

BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, তপ্ত কলকাতা-হাওড়া

author img

By

Published : Sep 13, 2022, 1:15 PM IST

Updated : Sep 13, 2022, 6:32 PM IST

live-updates-of-bjp-nabanna-abhijan
বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য, সব আপডেট এক ক্লিকে

17:20 September 13

ফ্লপ শোয়ের নায়কদের পরিকল্পনা ব্যর্থ: কুণাল

ফ্লপ শোয়ের নায়কদের পরিকল্পনা ব্যর্থ ৷ মানুষকে হয়রান করেছে বিজেপি ৷ পুলিশ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ৷ সাংবাদিক সম্মেলনে বললেন কুণাল ঘোষ ৷

16:14 September 13

উত্তেজনা অব্যাহত সাঁতরাগাছিতে

সাঁতরাগাছি স্টেশনের বাইরে ধুন্ধুমার বিক্ষোভ ৷ ব্যারাকপুর কমিশনারেট থেকে আনা হল অতিরিক্ত বাহিনী ৷

15:49 September 13

ধুন্ধুমার সাঁতরাগছিতে

এখনও ধুন্ধুমার কাণ্ড সাঁতরাগাছিতে ৷ মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে ৷ বিক্ষোভকারীদের ঠেকাতে জলকামান ও কাঁদানে গ্যাসের পাশাপাশি লঙ্কা গ্যাসও ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ রেললাইন থেকে ইট তুলে ছোড়া হয় পুলিশকে ৷

15:29 September 13

সাঁতরাগাছিতে নতুন করে উত্তেজনা

এখনও উত্তপ্ত সাঁতরাগাছি ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ছে ৷

15:14 September 13

দফায় দফায় উত্তেজনা সাঁতরাগাছিতে

নতুন করে উত্তেজনা ছড়াল সাঁতরাগাছিতে ৷ ফের পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পালটা জলকামান ছোড়ে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷

15:11 September 13

জ্বালানো হল পুলিশের গাড়ি

রবীন্দ্র সরণিতে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হল ৷ পুলিশের পিসিআর ভ্যানে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ দমকল সেই আগুন নেভায় ৷

15:06 September 13

মুখ্যমন্ত্রী তো ভয় পেয়ে পালিয়েছেন: সুকান্ত

জলকামানে আমার ঘাড়ে চোট লেগেছে ৷ সিপি আসুক, আমাদের গ্রেফতার করুক ৷ নইলে আমরা ধরনা থেকে উঠব না ৷ মুখ্যমন্ত্রী তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন ৷ বললেন সুকান্ত মজুমদার ৷

14:52 September 13

ধরনায় সুকান্ত-অগ্নিমিত্রা

হাওড়া ময়দানে ধরনায় বসলেন সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পাল ৷ পুলিশ তাদের তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ৷ পুলিশকর্মীদের সঙ্গে তাঁরা বাগ-বিতণ্ডায় জড়িয়েছেন ৷

14:46 September 13

মিছিলে আক্রান্ত পুলিশ

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা ৷ মহাত্মা গান্ধি রোডে আহত হলেন পুলিশকর্মী ৷ জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীরা ৷ বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙা হচ্ছে ৷

14:32 September 13

বিজেপির মিছিলে হামলা চালাচ্ছে তৃণমূল: অগ্নিমিত্রা

শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল ৷ তাকে লক্ষ্য করে ইট ছুড়ছে, বোতল ছোড়া হচ্ছে ৷ এগুলি কী হচ্ছে ? পুলিশের পাশাপাশি তৃণমূলের লোকেরাও হামলা চালাচ্ছেন ৷ অভিযোগ অগ্নিমিত্রা পালের ৷

14:24 September 13

বিজেপি অভিযানে ধুন্ধুমার কলকাতা-হাওড়া

লালবাজারের সামনে বিজেপি সমর্থকদের মিছিল আটকালে তুলকালাম বাঁধল ৷ হাওড়া ময়দানেও ঝুন্ধুমার পরিস্থিতি ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন বিজেপি কর্মীরা ৷ পাল্টা লাঠি চালাল পুলিশ ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷

14:06 September 13

হাওড়ার মিছিলে সুকান্ত

হাওড়া থেকে নবান্নের দিকে এগিয়ে আসছে বিজেপির মিছিল ৷ নেতৃত্বে রয়েছেন সুকান্ত মজুমদার ৷ সেই মিছিলে রয়েছেন অগ্নিমিত্রা পালও ৷

13:49 September 13

রণক্ষেত্র সাঁতরাগাছি

রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি ৷ খণ্ডযুদ্ধ বেঁধেছে পুলিশকর্মী ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ৷ বিজেপি কর্মীদের রুখতে লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান পুলিশের ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন বিজেপি কর্মীরা ৷

13:46 September 13

বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

লাইন করেও যদি বিজেপি দাঁড়ায় তাহলেও নবান্ন পর্যন্ত লাইন যাবে না ৷ বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ ফিরহাদ হাকিমের ৷

13:40 September 13

পুলিশ কর্মীদের দিকে ছোড়া হল ইট, কিয়স্কে ভাঙচুর

পুলিশের কিয়স্কে ভাঙচুর চালানো হল সাঁতরাগাছিতে ৷ পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় ৷ বিজেপি কর্মীদের রুখতে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ছে পুলিশ ৷

13:38 September 13

বোলপুরে আটক বিজেপি নেতা-কর্মীরা

নবান্ন অভিযানের আগেই বোলপুর স্টেশন থেকে আটক বিজেপি নেতা-কর্মীরা । প্ল্যাটফর্মে বসেই বিক্ষোভ দেখানো হচ্ছে ।

13:35 September 13

তুমুল উত্তেজনা সাঁতরাগাছিতে

তুমুল উত্তেজনা ছড়াল সাঁতরাগাছিতে ৷ বিজেপি কর্মীদের রুখতে জলকামান ছুড়ল পুলিশ ৷

13:29 September 13

তুমুল উত্তেজনা বেড়াচাঁপার টাকি রোডে

দেগঙ্গায় নবান্ন অভিমুখী বাস মাঝ রাস্তায় আটকে বিজেপি কর্মীদের জোর করে বাস থেকে নামিয়ে দিল পুলিশ । উঠেছে পুলিশের বিরুদ্ধে বাস হাইজ্যাক করার অভিযোগও ।

13:27 September 13

আটক শুভেন্দু অধিকারী

কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে ব্যারিকেডের সামনে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলির সাংসদকে ৷

13:22 September 13

হেঁটে হেঁটেই প্রিজন ভ্যানে উঠে গেলেন‌ শুভেন্দু: কুণাল

আমি ভেবেছিলাম পুলিশকে হয়তো তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যেতে হবে । দিলীপ ঘোষ বলেছিলেন যেখানেই মিছিল বাধা পাবে সেখানেই ধরনায় বসবেন বিজেপি নেতাকর্মীরা । কিন্তু বিরোধী দলনেতা তো হেঁটে হেঁটেই প্রিজন ভ্যানে উঠে গেলেন‌ । এমন আলু-ভাতে নেতাদের ভরসায় পথে নেমেছেন বিজেপি কর্মীরা: কুণাল ঘোষ

13:18 September 13

সাঁতরাগাছি থেকে শুরু হল মিছিল

সাঁতরাগাছি থেকে নবান্নের অভিমুখে যাত্রা শুরু করল বিজেপির বিশাল মিছিল ৷ হাওড়ায় বিজেপি কর্মীদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার ৷

12:49 September 13

কলকাতা, 13 সেপ্টেম্বর: বিজেপির (BJP) নবান্ন অভিযান ঘিরে আজ সরগরম রাজ্য (BJP Nabanna Abhijan Live)। নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা-সহ বিভিন্ন ইস্যুতে আজ শাসকদলের বিরুদ্ধে কর্মসুচি গ্রহণ করেছে বিজেপি ৷ তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ বিজেপির নবান্ন অভিযানের প্রতি মুহূর্তের আপডেট রইল একনজরে...

মিছিল করে আজ নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা । সেই অভিযানকে সফল করতে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা কলকাতায় আসতে শুরু করেছেন । তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ ৷ এ দিন তিন দিক থেকে মূল তিনটি মিছিল আসবে । বেলা একটা থেকে মিছিল শুরু হবে ।

Last Updated :Sep 13, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.