ETV Bharat / city

বাড়িতে অসুস্থ শিশু, কেউ শারীরিক প্রতিবন্ধী ; দাবি আদায়ে মাটি আঁকড়ে চাকরিপ্রার্থীরা

author img

By

Published : Dec 2, 2020, 7:46 PM IST

Updated : Dec 2, 2020, 8:52 PM IST

1 ডিসেম্বর থেকে বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে অবস্থানে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী । আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 2014 সালে আপার প্রাইমারিতে চাকরির ফর্ম ফিল আপ করেছিলেন । কিন্তু 2020 শেষ হতে চললেও চাকরি পাননি । সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও একাধিকবার আদালতে আটকে যায় তাঁদের চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া । চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মিটলে চলবে অবস্থান । প্রয়োজনে পড়লে অনশনের রাস্তাতেও হাঁটতে প্রস্তুত তাঁরা ।

আন্দোলনরত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা
আন্দোলনরত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

কলকাতা, 2 ডিসেম্বর : কারও বাড়িতে 10 মাসের অসুস্থ শিশু । কিংবা সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে যে মাকে ছাড়া থাকতে পারে না । তাদের বাড়িতে রেখেই গতকাল থেকে রাস্তায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । অনেকেই রয়েছেন যাঁরা শারীরিক অক্ষমতার কারণে চলতে পারেন না সাবলীলভাবে ৷ তবুও এসেছেন নিজেদের দাবি-দাওয়া ছিনিয়ে নিতে । সল্টলেকে আচার্য সদনের সামনে গতকাল থেকে অবস্থান-বিক্ষোভে বসে থাকা আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মধ্যে একটু খুঁজলেই পাওয়া যাবে তাঁদের । কিন্তু, পরিস্থিতি যেমনই হোক না কেন দাবি আদায় যতদিন না হচ্ছে ততদিন চলবে অবস্থান ৷ এমনকী দাবি আদায়ের জন্য যদি একমাস বা দুই মাসও রাস্তায় থাকতে হয়, তাও থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এই সকল চাকরিপ্রার্থীরা ।

Upper Primary
অবস্থানে চাকরিপ্রার্থীরা



গতকাল পুলিশি বাধা অতিক্রম করে নিয়োগ নিয়ে কয়েক দফা দাবি তুলে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে অবস্থান শুরু করেন তাঁরা । গতকাল সারাদিন ও সারারাত চলে বিক্ষোভ । শয়ে শয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের দাবি একটাই । আপডেট শূন্যপদে অনস্পট কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের ব‍্যবস্থা করতে হবে রাজ‍্য সরকারকে । এই দাবি না মেটা পর্যন্ত কোনও মতেই তাঁরা অবস্থান থেকে উঠবেন না বলে জানিয়ে আসছেন আন্দোলনের শুরু থেকেই । আজ সেই সব মা-বাবা এবং সেই সকল প্রার্থী যাঁরা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই গতকাল থেকে পড়ে রয়েছেন জানিয়ে দিলেন, প্রয়োজনে একমাস বা দুইমাসও থাকবেন তাঁরা ।

আরও পড়ুন : অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন হবু শিক্ষকরা

নদিয়ার পলাশি থেকে এসেছেন হাসমুদুল্লা শেখ । শারীরিকভাবে অক্ষম তিনি । তা সত্ত্বেও গতকাল এসেছেন আন্দোলন যোগ দিয়ে নিজের দাবি ছিনিয়ে নিতে । বলেন, " আজকে 7 বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ হয়নি । কবে হবে তাও জানি না । আমরা চাই অবিলম্বে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হোক ৷ আপডেট শূন্যপদে নিয়োগ হোক । সেই কারণেই শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সুদূর পলাশি থেকে কলকাতার রাজপথে আসা ।"

বিধাননগরে দাবি-দাওয়া আদায়ে আন্দোলনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা


মুর্শিদাবাদের এক প্রত‍্যন্ত গ্রাম থেকে এসেছেন উৎপল প্রামাণিক । বাড়িতে অসুস্থ মা ও 10 মাসের অসুস্থ সন্তানকে ফেলে এসেছেন । তাঁদের কথা সঙ্গী চাকরিপ্রার্থীদের সামনে বলতে গিয়ে কান্নায় গলা ধরে যায় তাঁর । বলেন, "আমার বাড়িতে আমার ভাইয়ের কয়েকদিন আগেই দু'ধরনের অপারেশন হয়েছে । আমার 10 মাসের বাচ্চা রয়েছে । সে এতটাই অসুস্থ যে তাকে ছ'দিন পরপর হাসপাতালে নিয়ে যেতে হয়েছে । সেই অবস্থায় তাকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে । সাত বছর ধরে বঞ্চনার শিকার আমরা ৷ চাকরি ছাড়া সংসার চালানো সম্ভব নয় । সেই বঞ্চনা থেকে রেহাই পেতেই এইরকম বাড়িতে জটিল পরিস্থিতি সত্ত্বেও এখানে এসেছি । আমরা চাই আপডেট শূন্যপদে দ্রুত নিয়োগ । আমাদের দাবি না মিটলে আমরা কোনও অবস্থাতেই এই অবস্থান ছেড়ে উঠব না । দু'দিন একরাত হয়ে যাক না কেন, একমাস, দুইমাস, যতদিন না দাবি মেটে আমরা থাকব । সাত বছর থেকে যন্ত্রণা ভোগ করে যাচ্ছি, আর একটু কষ্ট ভোগ করে যাই । এই চাকরিতে না নিয়োগ হলে জীবনের শেষ অবস্থাটাও দেখে যাব ।"

আরও পড়ুন : "দিদি আমাদের চাকরি দাও, নইলে বুলেট দাও", বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

বারাসত থেকে আসা জয়শ্রী রায় বলেন, "আমি গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়েছি । আমার বাড়িতে বয়স্ক শ্বশুর-শাশুড়ি, দেওর, জা, স্বামী ও সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে রয়েছে । আমার মেয়ে সব সময় আমার সঙ্গেই থেকে অভ‍্যস্ত । এতটা দীর্ঘ সময় ওকে ছেড়ে আমি রয়েছি এখানে, তাতে গতকাল রাতে খুব কান্নাকাটি করেছে । তবু এই সমস্ত কিছু বাদ দিয়ে শুধু আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিতে আমরা রাস্তায় এসে বসে আছি । আশা করি আমাদের এই দাবি মাননীয়া মুখ্যমন্ত্রী আবেগপ্রবণতার সঙ্গে দেখবেন । তিনিও মা । তাই এক মা হয়ে আর এক মায়ের কাছে আবেদন জানাচ্ছি যে, তাঁর সন্তানদের তিনি যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করেন ।"

মুর্শিদাবাদের অলিউর রহমানও শারীরিকভাবে অক্ষম । একটি পায়ের বেশ কিছুটা অংশ নেই তাঁর । লাঠির উপর ভর করে চলতে হয় ৷ বলেন, "আমাদের আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশিত হওয়ার পরও এক বছর অতিক্রান্ত হয়ে গেছে । তবুও এখনও কাউন্সেলিং হল না ৷ আমরা নিয়োগপত্র হাতে পেলাম না । আগে এই ভেবে পড়াশোনা করতাম যে প্রতি বছর এসএসসি হয় । আমি প্রতিবন্ধী মানুষ । অন‍্য কাজ সেভাবে করতে পারব না । পরীক্ষায় বসে আমি চাকরি করতে পারব এবং জীবনে কিছু করতে পারলে হতাশা কাটবে । কিন্তু, সাত বছরে আমি উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পর মাত্র একবার পরীক্ষায় বসতে পারলাম । আর সেই পরীক্ষায় বসেও সাত বছর অপেক্ষা করতে হল । মেধাতালিকায় নাম আসলেও এখনও নিয়োগ করতে পারল না সরকার ।"



ক্ষোভ, আশা, আশঙ্কা সব নিয়েই চলছে চাকরিপ্রার্থীদের অবস্থান । দাবি-দাওয়া আদায়ের জন্য বেশ কিছু দিন রাস্তায় পড়ে থাকতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন তাঁরা । ব‍্যবস্থা করা হয়েছে জলের । টাঙানো হয়েছে ত্রিপল । যাতে শীতের রাতে খোলা আকাশ এবং দিনের প্রখর রোদ থেকে একটু অব‍্যাহতি মেলে ।

Last Updated : Dec 2, 2020, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.