ETV Bharat / city

কলকাতায় বাড়ল তাপমাত্রা

author img

By

Published : Jan 5, 2021, 1:37 PM IST

Updated : Jan 5, 2021, 2:19 PM IST

শীতের আমেজ থেকে কিছুটা বিচ্যুতি শহরে । বেড়েছে কলকাতার তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার কারণেই গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

photo
photo

কলকাতা, 5 জানুয়ারি : এক লাফে আড়াই ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা । আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা । এই কয়েকদিনে কমবে শীতের আমেজ । বাড়বে গরমের অনুভূতি । চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে । যে কারণে কমছে শীতের অনুভূতি। চলতি সপ্তাহেই আবারও নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে ।

কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব ছিল । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার রেশ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে । আগামী কয়েকদিনে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী । দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 42 শতাংশ ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম থেকে আসা শীতল বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে । পূর্বদিক থেকে বরং জলীয় বাতাস বেশি প্রবেশ করছে। ফলে, বাড়ছে গরমের অনুভূতি । তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীত এখনই বিদায় নিচ্ছে না । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের কমবে তাপমাত্রা ।

Last Updated : Jan 5, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.