ETV Bharat / city

Bank Fraud: শহরে ফের সক্রিয় জামতারা গ্যাং ! চারজনের গ্রেফতারির ঘটনায় অনুমান গোয়েন্দাদের

author img

By

Published : Jun 20, 2022, 8:04 PM IST

Kolkata police arrested four persons in Bank fraud
Kolkata police

ব্যাংক জালিয়াতিতে সম্প্রতি চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata police arrested four persons)। কলকাতায় ফের জামতারা গ্যাং তাদের জাল বিস্তার করছে বলে অনুমান গোয়েন্দাদের (police suspecting arrested persons as Jamtara Gang member)৷

কলকাতা, 20 জুন: কলকাতায় কি ফের সক্রিয় হয়ে উঠছে জামতারা গ্যাং ? ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata police arrested four persons in bank fraud case)। ধৃত চার জনের নাম মনিরুল, কৌশর, সাহেদ আলম, পরশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত পরশ ঝাড়খণ্ডের জামতারা এলাকারই বাসিন্দা ।

আর এই খবর গ্রেফতারির পর থেকেই ঘটনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । হাজারখানেক সিম কার্ডের পাশাপাশি ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে । লালবাজারের অনুমান, একাধিক ব্যক্তির কাছ থেকে তাদের পরিচয়পত্র হাতিয়ে নিয়ে সেগুলো দেখিয়ে মোবাইল সিম কার্ড কিনে ব্যাংক জালিয়াতি করত অভিযুক্তরা । পরশ বাদে বাকি এই তিনজনকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ । তাদের প্রত্যেককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা অফিসারেরা (police suspecting arrested persons as Jamtara Gang member)।

আরও পড়ুন: Cattle Smuggling Case: অনুব্রতর দেহরক্ষী সায়গলের মতো আরও প্রভাবশালী আছে বীরভূমে ?

গত জানুয়ারি মাসে ব্যাংক জালিয়াতির একটি লিখিত অভিযোগ দায়ের হয় শেক্সপিয়ার সরণি থানায় । সেই ঘটনা তদন্তে নেমে গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয় পরশ নামে ওই যুবককে । তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করার পরেই বাকি তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.