ETV Bharat / city

Durga Puja : চতুর্থীতেই শুরু নিরঞ্জনের প্রস্তুতি, ঘাট পরিষ্কারে নামল পৌরনিগম

author img

By

Published : Oct 9, 2021, 3:59 PM IST

Updated : Oct 9, 2021, 5:17 PM IST

চতুর্থী থেকে কলকাতায় গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়ে গেল ৷ এদিন সেই কাজ ঘুরে দেখেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার ৷

KMC starts preparation for durga puja immersion
Durga Puja : চতুর্থীতেই শুরু নিরঞ্জনের প্রস্তুতি, ঘাট পরিষ্কারে নামল পৌরনিগম

কলকাতা, 9 অক্টোবর : চতুর্থীর সকাল থেকেই শহরজুড়ে শুরু হয়ে গেল ঘাট পরিষ্কারের কাজ ৷ এদিন কলকাতার গঙ্গার ঘাটগুলিতে ছিল সাজো সাজো রব ৷ ঘাটগুলিতে দুর্গাপ্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ সেই কাজ কেমন চলছে, তা সরেজমিনে দেখলেন পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার (Debasish Kumar) ৷

আরও পড়ুন : Durga Puja: পুজোর শহরে বিকল সিসিটিভি, সারাইয়ের উদ্যোগ লালবাজারের

শুক্রবার গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করেন দেবাশিস ৷ দই ঘাট, জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট-সহ বিভিন্ন ঘাট ঘুরে দেখেন তিনি ৷ প্রতি বছর গঙ্গার সমস্ত ঘাট মিলিয়ে প্রায় চার হাজার প্রতিমার নিরঞ্জন হয় ৷ এদিন পরিদর্শনের সময় দেবাশিস কুমারের নজরে আসে, জাজেস ঘাট লাগোয়া যে রেললাইন রয়েছে, সেটি ভেঙে গিয়েছে ৷ ফলে ওই ঘাটে বিসর্জন দিতে এসে সমস্যার মুখে পড়তে হবে পুজোর উদ্যোক্তাদের ৷ এই বিষয়টি নিয়ে দেবাশিস কুমার জানিয়েছেন, কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই রেলকে চিঠি দিয়েছে ৷ প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হওয়ার আগেই ওই রেললাইন মেরামত করার আবেদন জানানো হয়েছে।

ঘাট পরিষ্কারের কাজ ঘুরে দেখলেন দেবাশিস কুমার ৷

গতবছরের মতোই এবছরও কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন করা হবে ৷ পুজোর উদ্যোক্তাদের ঘাটে ভিড় করতে দেওয়া হবে না ৷ পুজো কমিটির পক্ষ থেকে কেবলমাত্র দু’জন সদস্য প্রতিমার সঙ্গে গঙ্গার পাড়ে যেতে পারবেন ৷ গঙ্গায় যাতে দূষণ না ছড়ায়, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মেনে ফুল, মালা-সহ অন্যান্য পুজোর সামগ্রী গঙ্গাপাড়ের একটি নির্দিষ্ট স্থানে ফেলা হবে ৷ ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পৌরনিগম পর্যাপ্ত কর্মী এবং কলকাতা পুলিশ পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে ৷ পৌরনিগমের তরফে জানানো হয়েছে, প্রতিমা নিরাঞ্জন করা হয়ে গেলেই কাঠামোগুলি গঙ্গার ঘাটের একধারে সরিয়ে রাখা হবে ৷ পরে সেগুলি অন্যত্র তুলে নিয়ে যাওয়া হবে ৷ শহরের ভিতরে যে জলাশয়গুলি রয়েছে, সেখানেও যাতে নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠভাবে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে ৷

আরও পড়ুন : Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

প্রসঙ্গত, কলকাতায় গঙ্গার সবক’টি ঘাটের মধ্যে সবথেকে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয় জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে ৷ এই তিনটি ঘাটে মোট চারটি ক্রেন থাকবে ৷ বাজে কদমতলা ঘাটে গঙ্গার জলের উপর থাকা বার্জের উপর একটি ক্রেন থাকবে এবং পাড়ে একটি ক্রেন থাকবে ৷ নিমতলা এবং জাজেস ঘাটে গঙ্গার পাড়ে একটি করে ক্রেন থাকবে ৷ জলে প্রতিমা পড়লেই ক্রেন দিয়ে প্রতিমার কাঠামো টেনে আনা হবে ৷

Last Updated :Oct 9, 2021, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.