ETV Bharat / city

KMC making house for homeless people: রতনবাবুর ঘাটে ফাটলে ঘরছাড়াদের জন্য চিহ্নিত জমি, পাবেন পাকা ফ্ল্যাট

author img

By

Published : Jul 4, 2022, 11:15 AM IST

রতনবাবুর ঘাটে বাড়িতে ফাটলের কারণে ঘরছাড়াদের জন্য জমি চিহ্নিত করল কলকাতা পৌরনিগম (KMC making house for homeless people)৷ তাঁরা সবাই পাবেন পাকা ফ্ল্যাট ৷

kmc-marks-land to make house for people of Ratanbabu ghat
রতনবাবুর ঘাটে ফাটলে ঘরছাড়াদের জন্য চিহ্নিত জমি, পাবেন পাকা ফ্ল্যাট

কলকাতা, 4 জুলাই: রতনবাবুর ঘাটের (Ratanbabu ghat) ক্ষতিগ্রস্ত পরিবারদের ঘর দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মেয়র তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । সেই মতোই ঘটনাস্থলের অদূরে একটি কলোনির জমি চিহ্নিত করা হয়েছে বলে খবর কলকাতা পৌরনিগম সূত্রে (KMC making house for homeless people)।

বেশ কিছু দিন আগে আচমকা রতনবাবুর ঘাট সংলগ্ন রাস্তায় ধস নামে । ওই স্থানে থাকা প্রায় 8-10 টি ঘরে তার জেরে ফাটল ধরে যায় । ধস মেরামত করা গেলেও ওই ঘরগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় একটি বিদ্যালয়ের ভবনে । সেখানেই তাঁরা অস্থায়ী ভাবে থাকছেন ।

এই ঘটনার কারণ হিসেবে দুটি বিষয় সামনে আসে । একটি হল নীচে একটি পুরোনো নিকাশি পাইপ ছিল । সেটি বন্ধ করার ফলেই নীচে জলের ধাক্কায় মাটি বসে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে । অন্যটি হল ঘটনাস্থলের পিছনেই একটি নতুন জেটি তৈরির কাজ চলছে । সেখানে পিলার গাঁথার জন্য কম্পনের কারণও এমনটা হতে পারে । তবে একে বর্ষাকাল, তার উপর গঙ্গার পারে বান আসার কারণে যখন তখন বিপদ হতে পারে বুঝেই বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম । পাশাপাশি তিনি জানিয়েছিলেন, পরিবহণ দফতর টাকা দেবে ওদের বাড়ি তৈরির জন্য ।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ

জানা গিয়েছে, ওই এলাকায় একটি কলোনির জমি কাউন্সিলর প্রাথমিক ভাবে চিহ্নিত করেছেন । সেখানে এই মুহূর্তে 10-15টি পরিবার বসবাস করে । পরিকল্পনা হয়েছে, সেখানেই বহুতল তোলা হবে । যাঁরা ওখানে থাকেন, তাঁদের প্রত্যেককে ও ফাটলের কারণে ঘরছাড়াদের সবাইকে সেখানে ফ্ল্যাট দেওয়া হবে । 'বাংলার বাড়ি' প্রকল্পের মতোই তিন থেকে চারতলা একটি আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে । স্থানীয় বিধায়ক অতীন ঘোষ কাজের সূত্রে বাইরে গিয়েছেন ৷ তিনি ফিরলে কাউন্সিলর কার্তিক মান্না যৌথ ভাবে বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে (KMC marks land to make house for people of Ratanbabu ghat)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.