ETV Bharat / city

BJP MP unable to Meet Shah : তিনবিঘায় শাহী-সাক্ষাতে বঞ্চিত রইলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়

author img

By

Published : May 6, 2022, 7:38 PM IST

jalpaiguri-bjp-mp-unable-to-meet-amit-shah-at-tin-bigha
BJP unable to Meet Shah : তিনবিঘায় শাহী-সাক্ষাতে বঞ্চিত রইলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়

শুক্রবার কোচবিহারের তিনবিঘা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ তিনবিঘা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্ত রায় ৷ কিন্তু তিনি অমিত শাহের দেখা পাননি (Jalpaiguri BJP MP unable to Meet Amit Shah at Tin Bigha) ৷

জলপাইগুড়ি, 6 মে : নিজের সংসদীয় এলাকায় অমিত শাহের সঙ্গে দেখাই করতে পারলেন না জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্তকুমার রায় (Jalpaiguri BJP MP unable to Meet Amit Shah at Tin Bigha) । তাঁর সংসদীয় এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister Amit Shah) এসে বৈঠক করেন ৷ সকাল থেকে বসে থেকেও বৈঠকে জয়ন্ত রায়কে (Jalpaiguri BJP MP Jayanta Roy) ডাকা হয়নি বলে অভিযোগ ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার কোচবিহারের তিনবিঘা পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Visits Tin Bigha) ৷ ওই এলাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে ৷ তাই এদিন সকাল 9টার সময় স্ত্রীকে নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনবিঘাতে পৌছে গিয়েছিলেন সাংসদ জয়ন্ত রায় । সাংসদকে আলাদা জায়গায় বসিয়ে রেখেছিলেন বিএসএফ আধিকারিকরা । কিন্তু অমিত শাহ এসে বৈঠক শুরু করে দেওয়ার পরেও জয়ন্ত রায়কে ডাকা হয়নি বলে অভিযোগ ৷ সেই কারণে তিনি সেখান থেকে চলে যান ৷

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Union Minister Nisith Pramanik), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে কেন ডাকা হল না ?

যদিও সাংসদ জয়ন্ত রায় জানান, কলকাতা যাবেন তাই তিনি চলে যাচ্ছেন । কার্যত সংবাদমাধ্যমকে এড়য়েই স্ত্রীকে নিয়ে তিনবিঘাস্থল ত্যাগ করেন তিনি ।

আরও পড়ুন : Amit Shah visits Tin Bigha Corridor: তিন বিঘায় অমিত শাহ, নিরাপত্তার কড়াকড়ি বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.