ETV Bharat / city

Jai Hind Bahini: প্রতিটি স্কুলে বাধ্যতামূলক 'জয় হিন্দ বাহিনী', আত্মপ্রকাশ স্বাধীনতার 75তম বছরে

author img

By

Published : Aug 5, 2022, 7:47 PM IST

Jai Hind Bahini to start journey on Independence Day 2022
প্রতিটি স্কুলে বাধ্যতামূলক 'জয় হিন্দ বাহিনী', আত্মপ্রকাশ স্বাধীনতার 75তম বছরে

প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি এই বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে স্বাধীনতার 75তম বছরে (Independence Day 2022)৷

কলকাতা, 5 অগস্ট: একদিকে স্বাধীনতার 75 বছর (Independence Day 2022), অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষপূর্তি । এই দুটি বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর থেকে শুরু করছেন এক অনন্য ভাবনা । নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলে ও মেয়ে উভয় পড়ুয়াদের নিয়েই তৈরি হচ্ছে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)। এ বছর নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন, যা আত্মপ্রকাশ করছে স্বাধীনতা দিবসে ।

প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে এই 'জয় হিন্দ বাহিনী'। তবে প্রাথমিক ভাবে চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে চলতি বছরের জন্য । ব্যারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ন - এই চারটি ব্যাটালিয়ান আপাতত তৈরি করা হচ্ছে 'জয় হিন্দ বাহিনী'র জন্য । আজাদ হিন্দ ফৌজের যে পোশাক ছিল, আপাতত সেই পোশাকই ব্যবহার করার কথা ভাবা হয়েছে । এই বাহিনীর লোগো তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: হারদায় গান্ধিজির রুপোর ট্রে আজও রয়েছে সৌকল বোনেদের কাছে

'জয় হিন্দ বাহিনী' রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজেও সামিল হবে । বিভিন্ন সামাজিক দফতরগুলির প্রকল্প, দুয়ারে সরকার, বাল্যবিবাহ রোধ, জাতিগত বৈষম্য দূর করা, বিপর্যয় মোকাবিলা করা, বৃক্ষরোপণ, পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শিশু শ্রম আটকানো, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার, সম্প্রীতি রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে কাজ করবে এই 'জয় হিন্দ বাহিনী'।

এই 'জয় হিন্দ বাহিনী'র কার্যকারিতা লক্ষ্য রাখার জন্য বিভিন্ন স্তরে নজরদারি কমিটি গঠন করা হচ্ছে । এ ছাড়াও রাজ্যস্তরে মুখ্যসচিবকে চেয়ারপার্সন করে 13 জন সচিবকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে । যেখানে কলকাতা পুলিশের কমিশনারকেও রাখা হয়েছে বলে জানা যায় । রাজ্যস্তরের পাশাপাশি প্রতিটি জেলায় জেলাশাসকদের চেয়ারপার্সন ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে চেয়ারপার্সন করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.