ETV Bharat / city

Dhankhar Slams Mamata Govt: বাংলায় তোলাবাজির রাজনীতি চলছে, ফের ধনকড়ের নিশানায় মমতা

author img

By

Published : Jul 6, 2022, 5:56 PM IST

jagdeep-dhankhar-slams-mamata-banerjee-government-on-extortion
Dhankhar Slams Mamata Govt: বাংলায় তোলাবাজির রাজনীতি চলছে, ফের ধনকড়ের নিশানায় মমতা

বুধবার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 122তম জন্মদিন (Syama Prasad Mookerjee Birthday) ৷ সেই উপলক্ষ্যে রেড রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরুদ্ধে তোপ দেগেছেন ৷

কলকাতা, 6 জুলাই : রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের (Syama Prasad Mookerjee Birthday) অনুষ্ঠানে যোগ দিয়ে আরও একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ অভিযোগ করলেন, বাংলার সমস্ত জায়গায় তোলাবাজি চলছে৷ জোর করে টাকা আদায় করা হচ্ছে ৷

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে যে অনুষ্ঠান হয়, সেখানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari)-সহ বিজেপির একাধিক বিধায়ক ও নেতারা ৷ সেখানে শুভেন্দু-সুকান্তদের পাশে নিয়েই রাজ্যপাল অভিযোগ করেন, "এই রাজ্যে প্রতি পদক্ষেপে মানবাধিকার ভঙ্গ করা হচ্ছে । আমি এই কথা বলছি না, কলকাতা হাইকোর্ট বলছে ৷ এই রাজ্যে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ তোলাবাজি চলছে ।"

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকালও রাজ্যপাল ধনকড় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ গতকাল তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ সেখানেই তিনি দাবি করেন যে বাংলায় সাংবিধানিক নৈরাজ্য চলছে ৷ সেখানেও তিনি বাংলায় তোলাবাজি চলছে বলে অভিযোগ করেছিলেন ৷ যা বুধবার আবার শোনা গেল তাঁর গলায় ৷

এদিকে আজ রেড রোড থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবাংলায় যে সীমাহীন দেশবিরোধী কাজ হচ্ছে, রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয়তা বাড়ছে এবং ভয়ঙ্কর তোষণের রাজনীতি হচ্ছে । এর বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে আমাদের এগোতে হবে ।"

অন্যদিকে মা কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী সমালোচনায় সরব হয়েছেন ৷ তাঁর দাবি, নূপুর শর্মার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন, মহুয়া মৈত্রের বিষয়ে আরও বেশি পদক্ষেপ করা উচিত ৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Mahua Moitra slams BJP: ভয় পাচ্ছি না, জয় মা কালী; বিজেপিকে পাল্টা মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.