ETV Bharat / city

কলকাতার একাধিক জায়গায় লুকিয়ে বিক্রি, উদ্ধার 70 কেজি বাজি

author img

By

Published : Nov 13, 2020, 7:26 AM IST

বাজি বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরও কয়েকটি জায়গায় চলছে বাজির কারবার । তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বাজি উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

কলকাতায় গোপনে বাজি কারবারি, গ্রপ্তার 2
কলকাতায় গোপনে বাজি কারবারি, গ্রপ্তার 2

কলকাতা, 13 নভেম্বর : ইতিমধ্যেই রাজ্যে বাজি বিক্রি ও পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান বাজি ব্যবসায়ীরা । সেই আবেদনও খারিজ হয়ে গেছে । তারপরও গোপনে বাজি বিক্রি চলছে কলকাতায় । আর গতকাল অভিযান চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করল কলকাতা পুলিশ । এই কারবারের সঙ্গে জড়িত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আদালতের নির্দেশ কার্যকর করতে নেমে পড়েছে কলকাতা পুলিশ । আর তাই শহরজুড়েই রাখা হচ্ছে কড়া নজর । সূত্রের খবর, কে পি রায় লেনে বাজি বিক্রি চলছে বলে সোর্স মারফত খবর পায় গড়ফা থানার পুলিশ । সেই মতো অভিযান চালিয়ে উদ্ধার হয় 33 কেজি বাজি । মদন সাধুখাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয় ।

এর পাশাপাশি যাদবপুর স্টেশন রোড থেকেও একই ধরনের খবর পায় পুলিশ । ওই এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 20 কেজি সেল এবং 17 কেজি চকোলেট বোম । গ্রেপ্তার করা হয় সুরজিৎ সাহা নামে এক যুবককে ।

গোপনে বাজি বিক্রির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সাব ইন্সপেক্টর সৌমেন দত্ত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.