ETV Bharat / city

স্ট্রান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে হাড়গোড় উদ্ধার

author img

By

Published : Jun 22, 2021, 4:53 PM IST

কলকাতায় স্ট্রান্ড রোডের একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার হল মানুষের হাড়গোড় ৷ বাড়িটি পোর্ট ট্রাস্টের ভাড়া করা বলে জানা গিয়েছে ৷ এদিন বেলার দিকে পোর্ট ট্রাস্টের কিছু সাফাই কর্মী বাড়ির ছাদে জল জমেছে কিনা দেখতে উঠলে সেখানে হাড়গোড় পড়ে থাকতে দেখেন ৷

স্ট্রান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার নরকঙ্কাল
স্ট্রান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার নরকঙ্কাল

কলকাতা, 22 জুন : বাড়ির ছাদ থেকে উদ্ধার হল মানব শরীরের হাড়গোড় ৷ পুলিশ এসে হাড়গোড়গুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ পরিত্যক্ত বাড়ি থেকে হাড়গোড় উদ্ধারের খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরের স্ট্র্যান্ড রোড এলাকায় ৷

এদিন দুপুরে 15/1 স্ট্যান্ড রোড লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ির ছাদে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি হাড়গোড় । আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সেগুলি মানুষের । কিন্তু ওগুলি মহিলা না পুরুষের তা বোঝা যায়নি । পোর্ট ট্রাস্টের তরফে ভাড়া নেওয়া হয়েছিল ওই বাড়িটি । ওয়্যারহাউস হিসাবে বাড়িটি ব্যবহার করত পোর্ট ট্রাস্ট ৷ তবে ইদানীং বাড়িটি ব্যবহার করা হচ্ছিল না ৷ ফাঁকাই পড়ে ছিল বেশ কয়েক বছর ৷ ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িটির লোহার গেটটিও জং ধরে ভেঙে পড়েছে ৷ এদিন পোর্ট ট্রাস্টের কয়েকজন সাফাই কর্মী বাড়ির ছাদে ওঠেন । টানা বৃষ্টিতে বাড়ির ছাদে জল জমেছে কিনা দেখতে ওঠেন তাঁরা ৷ ছাদে উঠেই তাঁরা দু'টি জায়গায় বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখেন ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায় । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

লালবাজারের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া হাড়গোড়গুলি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে । ফরেনসিক রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে কতদিন আগে মৃত্যু হয়েছিল । পাশাপাশি সেটি মহিলা না পুরুষের, তাও রিপোর্ট থেকেই জানা যাবে ৷ তবে প্রশ্ন উঠেছে, কীভাবে ওই পরিত্যক্ত বাড়ির ছাদে এই হাড়গোড় এসে পৌঁছল ৷

আরও পড়ুন : Malda Murder : চার মাস আগে পরিবারের চারজনকে খুন, বাড়িতে পুঁতে রেখে বাস ছেলের

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.