ETV Bharat / city

HC on Namkhana Case: মহিলার অস্বাভাবিক মৃত্যু মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jul 26, 2022, 4:55 PM IST

Updated : Jul 26, 2022, 6:27 PM IST

নামখানার বাসিন্দার অস্বাভাবিক মৃত্যুতে মামলা দায়ের হয় হাইকোর্টে ৷ তখন মৃতদেহ সংরক্ষণের কথা বললেও মঙ্গলবার মৃতদেহ দ্বিতীয়বার তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট(HC on Namkhana Case)৷

calcutta high court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 26 জুলাই: দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার বাসিন্দা ভবানী দাসের অস্বাভাবিক মৃত্যুর মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট(high court orders Second time post mortem in woman unusual death case of namkhana)। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করে 29 জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে রিপোর্ট, মঙ্গলবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

সোমবার অ্যাডভোকেট জেনারেল (এজি) জানান, এই ঘটনায় এফআইয়ারের পাশাপাশি একজন গ্রেফতার হয়েছে । ভিসেরা ফরেনসিকে পাঠানো হয়েছে কিন্তু এখনও রিপোর্ট আসেনি । দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানান হয়েছে । জেলা বিচারকের তত্ত্বাবধানে ভিডিয়োগ্রাফি করা যায় কি না, সেই ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে । মামলাকারীর তরফের আইনজীবী ব্রজেশ ঝা বলেন, "মামলাকারীকে হুমকি দেওয়া হচ্ছে । তাঁর নিরাপত্তা ও সুরক্ষা প্রয়োজন ।"

নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যু মামলায় মামলাকারী আইনজীবীর বক্তব্য

আরও পড়ুন : মহুয়ার 'কালী' মন্তব্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে
মঙ্গলবার রাজ্যের তরফে জানানো হয়, দ্বিতীয়বার ময়নাতদন্ত ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে করা যেতে পারে । তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্দেশ দেয় দ্বিতীয় ময়নাতদন্তের ।

মামলাকারীর বক্তব্য ছিল, মৃতা মহিলা আগের দিন সন্ধ্যে পর্যন্ত বাড়িতেই ছিলেন । তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি । পরদিন অর্থাৎ 11 জুলাই তার দেহ উদ্ধার হয় । কিন্তু পুলিশ বলছে এটা আত্মহত্যা । ছবি দেখলেই বোঝা যাবে এটা খুন । পুলিশ বলছে ময়নাতদন্ত হয়েছে । তবে সেখানে কোনও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না । ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্তের দাবি জানান তিনি ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগে মৃতদেহ সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছিল । এবার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল ৷

আরও পড়ুন : সোনারা-বাবারা হাইকোর্ট আর বাড়ি করুক, বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Last Updated :Jul 26, 2022, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.