ETV Bharat / city

Hanskhali Rape Case: হাঁসখালির নির্যাতিতার পরিবারকে 1 কোটি ক্ষতিপূরণের দাবিতে জনস্বার্থ মামলা

author img

By

Published : May 5, 2022, 12:26 PM IST

Updated : May 5, 2022, 12:59 PM IST

হাঁসখালি ধর্ষণের (Hanskhali Rape Case) ঘটনায় নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে ৷

Hanskhali rape case: PIL filed in demand of Rs one crore compensation for victim's family
হাঁসখালির নির্যাতিতার পরিবারকে 1 কোটি ক্ষতিপুরণের দাবিতে জনস্বার্থ মামলা

কলকাতা, 5 মে: হাঁসখালি ধর্ষণ মামলায় নির্যাতিতার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (Hanskhali Rape Case)৷ এই আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী (PIL filed in demand of Rs one crore compensation)৷

আরও পড়ুন: Hanskhali Gangrape Case : ক্যামেরা দেখেই লুকোলেন মুখ, হাঁসখালি কাণ্ডে 'ধর্ষকের বাবা'-র তিনদিনের সিবিআই হেফাজত

হাঁসখালি ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2018 সালের সাক্ষী নিরাপত্তা স্কিমের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিল মৃত মেয়েটির পরিবারকে । কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ তারা পায়নি বলে উল্লেখ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । তাঁর দাবি, এই ঘটনার পর থেকে মৃতার পরিবারের স্বাভাবিক জীবন যাপনেও সমস্যা তৈরি হয়েছে । সেই কারণে তাদের নতুন পরিচয় পত্র তৈরি করে দেওয়া থেকে শুরু করে প্রয়োজনে সরকার তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করে দিক, সেই দাবিও জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস (Rs one crore compensation for victim's family)।

Last Updated : May 5, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.