ETV Bharat / city

Dhankhar on Bengal Law and Order : সাংবিধানিক কর্তব্য পালন অবশ্যিক, ঐচ্ছিক নয়: রাজ্যপাল

author img

By

Published : Apr 13, 2022, 8:21 PM IST

রাজভবনে মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ তার পর টুইট করে জানালেন, সাংবিধানিক কর্তব্য পালন অবশ্যিক বিষয়, কোনও ঐচ্ছিক বিষয় নয় (Governor Dhankhar Reaction after Meeting with Bengal CS and DG) । রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) তলব করেছেন রাজ্যপাল ৷

governor-dhankhar-reaction-after-meeting-with-bengal-cs-and-dg
Dhankhar on Bengal Law and Order : সাংবিধানিক কর্তব্য পালন অবশ্যিক, ঐচ্ছিক নয় : রাজ্যপাল

কলকাতা, 13 এপ্রিল : পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বুধবার রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ আলোচনার পর এই বৈঠক নিয়েও ট্যুইট করেছেন তিনি । সেখানে তিনি লিখেছেন, একঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং মহিলাদের উপর বেড়ে চলা আক্রমণ নিয়ে কথা হয়েছে । সেখানে তিনি বার্তা দিয়েছেন, সাংবিধানিক কর্তব্য পালন অবশ্যিক বিষয়, কোনও ঐচ্ছিক বিষয় নয় (Governor Dhankhar Reaction after Meeting with Bengal CS and DG) ।

তবে শুধু রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে খুশি নন রাজ্যপাল ধনকড় । আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছেন রাজ্যপাল । আজই তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে আলোচনা চান । এই নিয়ে তিনি তাঁকে চিঠিও পাঠিয়েছেন । আর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ।

চিঠির বয়ান অনুযায়ী রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যপাল । নিজের উদ্বেগের কথা ওই চিঠিতে প্রকাশ করেছেন তিনি । বিশেষ করে এদিন দিনভর সংবাদমাধ্যমে তোলপাড় হওয়া আইনজীবী বনাম বিচারকের সংঘাতের যে চিত্র ধরা পড়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি । আদালতের চৌহদ্দিতে চলা ঘটনাক্রম নিয়েও আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাকলেন তিনি ।

রাজ্যপাল লিখেছেন, ‘‘আপনি নিশ্চয় স্বীকার করবেন যে আদালতের কাজে বাধা দেওয়া ও সাধারণ মানুষকে ন্যায়বিচার পাওয়াতে বাধা দেওয়া গণতন্ত্রের পক্ষ খুবই বিপজ্জনক । এই অবস্থায় আমাদের কথা হওয়া প্রয়োজন ।’’

আরও পড়ুন : WB Guv urged CM for interaction : আইনশৃঙ্খলা নিয়ে আজই কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.