ETV Bharat / city

George Telegraph Group : স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ুয়াদের প্রশিক্ষণে ক্লাব অধিগ্রহণ জর্জ টেলিগ্রাফের

author img

By

Published : May 21, 2022, 9:01 PM IST

পেশাদার জগতে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ুয়াদের উপযুক্ত তৈরি করতে ক্লাব অধিগ্রহণ করল জর্জ টেলিগ্রাফ (George Telegraph college ties up with a club for sports management)৷ কীভাবে ক্লাব পরিচালনা করতে হয় তা শেখাতেই অভিনব উদ্যোগ নিয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (George Telegraph Group)।

George Telegraph college ties up with a club for sports management
George Telegraph Group

কলকাতা, 21 মে : পড়ুয়াদের সুবিধার্থে এবার ক্লাসরুম শিক্ষাকে হাতে কলমে ঝালিয়ে নিতে একটি ফুটবল ক্লাবের সঙ্গে জোট বাঁধল দা জর্জ টেলিগ্রাফ কলেজ । স্পোর্টস ম্যানেজমেন্ট-এর পড়ুয়াদের শুধু পঠনপাঠন নয়, কীভাবে একটি ক্লাব পরিচালনা করতে হয় তা শেখাতেই অভিনব উদ্যোগ নিয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (George Telegraph college ties up with a club for sports management)।

George Telegraph college ties up with a club for sports management
ক্লাব পরিচালনা করা শেখাতেই অভিনব উদ্যোগ নিয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

জর্জ টেলিগ্রাফ গ্রুপ একটি ক্লাবকে অধিগ্রহণ করল । অধিগ্রহণের পর ক্লাবের নতুন নাম হল জর্জ কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস । খেলোয়াড় হওয়া ও ক্লাব চালানো এক কথা নয় । খেলোয়ার হতে গেলে যেমন প্রয়োজন অনুশীলন এবং সেই খেলার সম্বন্ধে সম্যক জ্ঞান, তেমনই একটি ক্লাব চালানোর ক্ষেত্রেও প্রশাসনিক, সাংগঠনিক শিক্ষা এবং তার যথাযথ প্রয়োগের প্রয়োজন । তাই একটি ক্লাব চালাবার খুঁটিনাটি এই কলেজের স্পোর্টস ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা শিখতে পারবে ক্লাবে । কলেজের ডিরেক্টর তথা ট্রাস্টি বোর্ডের সদস্য মনোজ জোসি বলেন, "সিলেবাস নির্ধারিত পড়াশোনার পাশাপাশি এবার গ্রুপ অফ কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাব পরিচালনার কাজে হাতে কলমে শিক্ষা নেবে ৷ সেই দিকে লক্ষ্য রেখেই কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস-এর সঙ্গে গ্রুপ অফ কলেজের সংযোজন নতুন মাত্রা যোগ করবে সেই আশা রাখছি আমরা ।" এই ক্লাবে মূলত খেলবে 15 বছরের নিচের খেলোয়াড়রা । আজ অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়দের নতুন জার্সি দেওয়া হয় (George Telegraph Group)।

অধিগ্রহণের পর ক্লাবের নতুন নাম হল জর্জ কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস

আরও পড়ুন : New House of Sourav Ganguly : 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাস্টি এবং এআইএফএফ-এর সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত দত্ত বলেন, "জর্জ কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের ভূমিকা হল যে তারা শিক্ষানবীশ খেলোয়াড়দের পেশাদারী প্রশিক্ষণ ও সামগ্রিক উন্নতির সহায়ক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে আমার আশা ৷ ভবিষ্যতে বেশকিছু জাতীয় স্তরের খেলোয়াড় এই ক্লাবের মাধ্যমে উঠে আসবে বলে আমি আশা রাখি ।" জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স-এর সম্বন্ধে বলতে গিয়ে মনোজ জোসি বলেন, "পূর্ব ভারতের প্রথম জর্জ টেলিগ্রাফ কলেজ স্নাতক স্তরে স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সটি চালু করে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.