ETV Bharat / city

Gariahat Double Murder : গোপনে কার সঙ্গে দেখা করে ভিকি ! ঘনীভূত হচ্ছে রহস্য

author img

By

Published : Oct 23, 2021, 5:36 PM IST

লালবাজার সূত্রে খবর, বালিগঞ্জের যে নিরাপত্তা সংস্থায় সিকিয়োরিটির কাজ করত ভিকি, সেখানকার কর্মীদের সঙ্গে কথা হয়েছে । তাতেই জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে ভিকির সঙ্গে দেখা করতে আসেন এক যুবক ।

Gariahat Twin murder accused Vicky Haldar allegedly met an unknown person in the day of murder
গোপনে কার সঙ্গে দেখা করেন ভিকি !

কলকাতা, 23 অক্টোবর : গড়িয়াহাট জোড়া খুনে ক্রমশ গাঢ় হচ্ছে রহস্য । মূল অভিযু্ত ভিকি হালদার এখনও অধরা ৷ তার মধ্যেই খুনের ঘটনায় সংযোগ থাকতে পারে এমন এক জনের হদিশ মিলল । ঘটনার দিন বিকেলে ভিকির সঙ্গে অজ্ঞাত পরিচয় কেউ এক জন দেখা করতে গিয়েছিলেন বলে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা । কিন্তু কে ওই ব্যক্তি, খুনের ঘটনায় তাঁর কী ভূমিকা, তা-ই ভাবাচ্ছে তদন্তকারীদের ।

লালবাজার সূত্রে খবর, বালিগঞ্জের যে নিরাপত্তা সংস্থায় সিকিয়োরিটির কাজ করত ভিকি, সেখানকার কর্মীদের সঙ্গে কথা হয়েছে । তাতেই জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে ভিকির সঙ্গে দেখা করতে আসেন এক যুবক । পাশের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে বেশ কিছু ক্ষণ কথা হয় দু’জনের । তবে ওই যুবকের পরিচয় এখনও জানতে পারেননি তদন্তকারীরা ৷ মা মিঠু হালদার খুনের জন্য যে তিন জনকে ঠিক করে দেন, তার বাইরে অন্য কাউকেও ভিকি অপরাধে শামিল করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল

গত সপ্তাহে গড়িয়াহাটের কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল খুন হন ৷ সেই ঘটনায় সুবীরবাবুর বাড়ির গৃহ সহায়িকা মিঠুকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে জেরা করে জানা যায়, বড় ছেলে ভিকির সঙ্গে মিলে সুবীরবাবুকে খুনের ষড়যন্ত্র করে মিঠু ৷ খুনের কাজে সাহায্যের জন্য ছেলেকে তিন জন লোকও জোগাড় করে দেয় সে ৷ কাজ হয়ে গেলে প্রত্যেককে 50 হাজার টাকা করে দেবে বলে প্রতিশ্রুতিও দেয় ৷

তদন্তে নেমে গোয়ন্দারা জানতে পেরেছেন, মায়ের ঠিক করে দেওয়া লোক ছাড়াও নিজে থেকে এক জনকে এনেছিল ভিকি ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ভিকির ঠিক করা লোক কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ এই ঘটনায় মিঠুকে আগেই গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হয়েছে ভিকিকে সাহায্য করায় অভিযুক্ত বাপি মণ্ডল এবং জাহির গাজিও ৷ তবে ভিকি এখনও পলাতক ৷

আরও পড়ুন: Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.