ETV Bharat / city

Mamata on Religion : কোনও ধর্মপ্রাণ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান অশান্তি চান না ! জানালেন মমতা

author img

By

Published : Jun 16, 2022, 9:36 PM IST

Updated : Jun 17, 2022, 7:19 AM IST

from-dakshineswar-mamata-slams-bjp-on-appeasement-politics
Mamata on Appeasement Politics : নামাজ পড়ি না, ইফতারে গেলে দোষ কোথায় ! প্রশ্ন মমতার

বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata at Dakshineswar) ৷ তারপর বক্তৃতায় তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের জবাব দেন (From Dakshineswar Mamata Slams BJP on Appeasement Politics) ৷

কলকাতা, 16 জুন : বারবারই তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেছে বিজেপি (BJP) । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় বারবার বলেছেন, তিনি সব ধর্মকে নিয়ে চলতে ভালোবাসেন । সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেন । বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে গিয়ে বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি এবং তাঁর বিরুদ্ধে ওঠা তোষণের অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (From Dakshineswar Mamata Slams BJP on Appeasement Politics) ।

বিশেষ করে রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইফতারে যোগদান করেন, তা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমি নমাজ পড়ি না পড়লেও ইফতারে যাই । রোজা অর্থাত্‍ দিনভর উপবাসের পর তা ভাঙার সময়ে ওদের সঙ্গে আমি থাকি । এটা কোনও ধর্মাচরণ নয়, এটা তো সর্বধর্ম সমন্বয় । যে কোনও ধর্মের মানুষই এতে অংশ নিতে পারেন ।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কোনও ধর্ম হিংসার কথা বলে না । কোনও ধর্মপ্রাণ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান - অশান্তি চান না । যারা এসব করে, তাদের মাথায় জঞ্জাল ভরতি । হিন্দু ধর্ম তো অনেক উদার । কিন্তু তার নামে রাজনীতি চলছে । আমি ছোটবেলা থেকে মা-বাবার কাছে এই দক্ষিণেশ্বরের কথা, ইতিহাস এসব শুনে আসছি । আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী । সব ধর্মকে সম্মান করি ।’’ মমতার প্রশ্ন, ‘‘আমি ইফতারে গেলে সমালোচনা হয় । কিন্তু যখন মন্দিরের কাজের জন্য টাকা দিই, তখন তো প্রশ্ন ওঠে না ।’’

প্রসঙ্গত, এদিন দিল্লি থেকে ফিরে সরাসরি দক্ষিণেশ্বরে পৌঁছন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata at Dakshineswar) । মন্দিরে পুজো দিয়ে মাতৃদর্শন সেরে, সেখানে নবরূপে নির্মিত লাইট অ্যান্ড সাউন্ড-এর প্রকল্প উদ্বোধন করেন তিনি । এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণেশ্বরে যাওয়া পূণ্যার্থীদের সামনে অডিয়ো-ভিজুয়াল মাধ্যমে দক্ষিণেশ্বরের ইতিহাস তুলে ধরা হবে । দেশের বিভিন্ন বিখ্যাত তীর্থক্ষেত্রগুলিতে এই ধরনের লাইট অ্যান্ড সাউন্ডে ইতিহাস জানানোর রীতি আছে । বাংলাও পিছিয়ে নেই। আর দক্ষিণেশ্বরের মতো আন্তর্জাতিক স্থানে এই মাধ্যম চালু করে তার কৌলিন্যই আরও বাড়ানো হল বলে মনে করেন মুখ্যমন্ত্রী ।

এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী উদ্ধৃতি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘টাকা মাটি, মাটি টাকা - এই বাণীর মধ্যে দিয়ে রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন প্রয়োজনের অতিরিক্ত লোভ করতে নেই । যারা অতিরিক্ত লোভ করে, তারাই অসত্‍ পথে যায় । রানি রাসমণি থেকে স্বামী বিবেকানন্দ সবাই সর্ব-ধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন । কিন্তু এখন সেসব ভুলে অনেকেই বিভেদের রাজনীতি করছেন ।’’ নাম না করে বিজেপি-কে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয় । ধর্ম নিয়ে অশান্তি সাধারণ মানুষ করে না । অশান্ত ছড়ায় কিছু রাজনৈতিক, লোভী নেতা ।’’

মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নের বিষয়ে অছি পরিষদের সদস্যরা দিল্লি গিয়েছিলেন । কিন্তু তাঁদের সঙ্গে দেখা করেনি কেন্দ্র । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় কুশল চৌধুরীকে ডেকে বলেন, ‘‘কারও মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই । আমি যতদিন আছি, এই মন্দিরের উন্নয়নে কাজ করব । দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে । হয়েছে ডালার আর্কেড । কালীঘাট মন্দিরেও 300 কোটি টাকা ব্যয়ে স্কাইওয়াক তৈরি হচ্ছে । পুরুলিয়ায় জৈন মন্দিরের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে ।’’ এরপরে দক্ষিণেশ্বরে গেস্টহাউজ তৈরির জন্যও 10 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ।

এদিনের অনুষ্ঠানে মমতা নাম না করেই সাম্প্রদায়িক শক্তিকে তুলোধনা করেন । বলেন, ‘‘হিংসা কখনও কোনও হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিষ্টানরা বাঁধান না । হিংসা বাঁধান কিছু নেতা, যাঁদের মাথাটা কুচুটে কৈকেয়ীর মতো কুচুটেপনায় ভর্তি হয়ে আছে । এই সব নেতাদের মাথাটা নোংরাতে ডাস্টবিনে পরিণত হয়েছে । এরা তাই কোনও ভালো কাজ করতে পারেন না বা ভালো কোনও কথা বলতে পারেন না । সব সময় খালি নোংরা নোংরা কথা বলে চলে ।’’

তিনি আরও বলেন, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি করবেন না । মস্তিষ্কটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে । অনেকে আছে যারা সেটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে । সব সময় পাথর ছুঁড়ছে, গাড়িতে আগুন জ্বালাচ্ছে । কৈকেয়ী ও মন্থরার মতো তাঁদের মাথায় সবসময় কুভাবনা ঘুরে বেড়াচ্ছে । আমাদের দেশের মহাপুরুষরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন । আমিও তা বিশ্বাস করি । মাথাটাকে ভালো কাজে খাটান আপনারা । ওটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবেন না ।’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধীদের একজোট করতে কি সফল মমতা ?

Last Updated :Jun 17, 2022, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.