ETV Bharat / city

প্রয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ডিন অফ আর্টস, শুভাশিস বিশ্বাস

author img

By

Published : Sep 15, 2020, 10:06 PM IST

jadavpur university
jadavpur university

শুভাশিস বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপকের পাশাপাশি দীর্ঘদিন আর্টস ফ্যাকাল্টির ডিন পদে ছিলেন । গত সপ্তাহের মঙ্গলবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । তারপরেই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর COVID-19 টেস্ট করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে । আজ সকালে হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের জানানো হয় তাঁর প্রয়াত হওয়ার খবর।

কলকাতা, 15 সেপ্টেম্বর : চলে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ডিন অফ আর্টস শুভাশিস বিশ্বাস । কিছুদিন ধরেই কোরোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শুভাশিস বিশ্বাস । আজ সকালে হাসপাতালের তরফে তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু সংবাদ জানানো হয় । বয়স হয়েছিল 49 বছর । গোটা ঘটনায় শোকাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব মহল ।

পালবাজার ঝিলরোডের কাছে বাড়ি ছিল শুভাশিস বিশ্বাসের । তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । তারপরেই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর COVID-19 টেস্ট করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে । প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও বিগত দু-তিনদিন ধরে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে । আজ সকালে হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের জানানো হয় তাঁর প্রয়াত হওয়ার খবর।

শুভাশিস বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপকের পাশাপাশি দীর্ঘদিন আর্টস ফ্যাকাল্টির ডিন পদে ছিলেন । প্রাক্তণ ডিনের মৃত্যু সংবাদ জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোক প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক মহল ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। ওনাকে সেন্সলেস অবস্থায় ভরতি করা হয়েছিল । চার-পাঁচদিন ধরেই ভরতি ছিলেন । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ সকালে ওনার মৃত্যুর খবর পাই । খুবই খারাপ লাগছে । এত অল্পবয়সী অধ্যাপক এভাবে চলে গেলেন । উনি ছাত্র-ছাত্রীদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, উনি খুব ভালো, ওনার ব্যবহার অত্যন্ত ভালো ছিল । আমার সঙ্গে কয়েকদিন আগেই কথা হয়েছিল । গোটা বিশ্ববিদ্যালয় মর্মাহত, আমরা মর্মাহত । এই রকম একজন ইতিহাসবিদ এত কম বয়সে চলে গেলেন । সবার মাথাতেই বাজ ভেঙে পড়ল । এই ক্ষতি কীভাবে পূরণ হবে আমরা জানি না ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "আমরা পুরো ঘটনাতেই খুবই শকড । কারণ, ওনার বয়স তো খুব বেশি নয় । খুবই ভালো মানুষ ছিলেন । গত মঙ্গলবার ভরতি হওয়ার দুদিন আগেই ওনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.