ETV Bharat / city

Tarun Majumdar : দাদার কীর্তির পরিচালকের প্রয়াণে শোকবার্তা মমতা-শুভেন্দু-সেলিমের

author img

By

Published : Jul 4, 2022, 2:29 PM IST

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Passes Away) ৷ দীর্ঘদিন তিনি কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

eminent-personalities-condole-tarun-majumdar-death
Tarun Majumdar : দাদার কীর্তির পরিচালকের প্রয়াণে শোকবার্তা মমতা-শুভেন্দু-সেলিমের

কলকাতা, 4 জুলাই : তরুণ মজুমদারের প্রয়াণে (Tarun Majumdar Passes Away) শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জারি করা শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 91 বছর ।’’

ওই শোকবার্তায় ‘দাদার কীর্তি’-র পরিচালককে নিয়ে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন । তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে ।’’ একই সঙ্গে বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি যে তরুণ মজুমদারের পরিচালিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য তাও লেখা হয়েছে ওই বার্তায় ৷

তিনি যে পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, তাও ওই বার্তায় লেখা হয়েছে । একই সঙ্গে ওই বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি । আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’’

বাংলা চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্রের পতনে শোকস্তব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তিনি টুইট করে শোকজ্ঞাপন করেছেন ৷ লিখেছেন, ‘‘একটি যুগের অবসান৷’’ তিনিও তরুণ মজুমদারের পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন ৷ টুইটারে শোকবার্তা দিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷

  • End of an era.
    Deeply saddened by the grim news of the passing away of Veteran Bengali film director Shri Tarun Majumdar.
    Condolences to his family, friends, colleagues & fans.
    Om Shanti 🙏 pic.twitter.com/gYGOPR66xm

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফেসবুকে পোস্ট করে শোকবার্তা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও (Bengal CPIM Secretary Md Salim) ৷ তিনি লিখেছেন, ‘‘প্রয়াত কিংবদন্তী চিত্র পরিচালক তরুণ মজুমদার । গভীর শোকের এই মুহূর্তে শ্রদ্ধা জানাই চলচ্চিত্র জগতে তাঁর অপরিসীম অবদান ও লড়াকু মানসিকতাকে ।" একই বার্তা টুইটারে দিয়েছে বঙ্গ সিপিএমও ৷

Eminent Personalities Condole Tarun Majumdar Death
শোকবার্তা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
  • প্রয়াত কিংবদন্তী চিত্র পরিচালক তরুণ মজুমদার। গভীর শোকের এই মুহূর্তে শ্রদ্ধা জানাই চলচ্চিত্র জগতে তাঁর অপরিসীম অবদান ও লড়াকু মানসিকতাকে। pic.twitter.com/rVOVUpA8nm

    — CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tarun Majumdar: সিনে দুনিয়ায় ফের নক্ষত্রপতন, প্রয়াত তরুণ মজুমদার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.