ETV Bharat / city

Emergency Covid Meeting : করোনা সংক্রমণের আশঙ্কায় জরুরি বৈঠকে কেএমসি’র স্বাস্থ্য বিভাগ

author img

By

Published : Apr 20, 2022, 5:10 PM IST

দিল্লি-সহ ভারতের বেশকয়েকটি শহরে করোনা সংক্রমণ বেড়েছে ৷ যার পরেই জরুরি ভিত্তিতে বৈঠকে বসল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ (Emergency Meeting by KMC Health Department for Rising Covid-19 Infection) ৷ এ নিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতার পরিস্থিতি যাতে খারাপ না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

Emergency Meeting by KMC Health Department for Rising Covid-19 Infection
Emergency Meeting by KMC Health Department for Rising Covid-19 Infection

কলকাতা, 20 এপ্রিল : দেশে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ দিল্লিতে নতুন করে সংক্রমণের জেরে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে কলকাতায় ফের সংক্রমণের আশঙ্কা করছে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এ দিন কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে তড়িঘড়ি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক (Emergency Covid Meeting) করলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

ডেপুটি মেয়র জানিয়েছেন, কলকাতার পরিস্থিতি যাতে খারাপ না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে (Emergency Meeting by KMC Health Department for Rising Covid-19 Infection) ৷ তবে, রাজ্য সরকারের তরফে বিধিনিষেধ তুলে নেওয়ায় মানুষজন ফের বেলাগাম হয়ে উঠছে ৷ মাস্ক, স্যানিটাইজার ব্যবহার অনেকটাই কমে গিয়েছে ৷ যা অশনী সংকেত হিসাবে দেখছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার যাতে ফের শুরু করে নাগরিকরা ৷ তার জন্য লাগাতার প্রচার চালানো হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ৷

পাশাপাশি সামান্য জ্বর, সর্দি-কাশি হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন অতীন ঘোষ ৷ পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে চিকিৎসা করানোর আবেদন জানান তিনি ৷ পাশাপাশি সেফহোমগুলিকে ফের প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ৷

আরও পড়ুন : Swasthya Sathi Card From KMC : সাউথ সিটি আবাসনের 250 পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিল কলকাতা পৌরনিগম

তবে, পুরোপুরি বিপরীত মেরুতে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্য অথবা কলকাতার পরিস্থিতি এমন হয়নি, যা নিয়ে চিন্তিত হতে হবে ৷ অযথা আতঙ্কিত হতে বারণ করছেন তিনি ৷ ঈদের বাজার যখন সরগরম হয়ে উঠেছে, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে ৷ ঠিক সেই সময় কলকাতা পৌরনিগমের করোনা সংক্রমণ নিয়ে এই তৎপরতা চিন্তা বাড়িয়েছে ৷

করোনা সংক্রমণের আশঙ্কায় জরুরি বৈঠকে কেএমসি’র স্বাস্থ্য বিভাগ

অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা আতঙ্কিত হতে নিষেধ করছেন ৷ পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ এবং তাঁর উপদেষ্টা চিকিৎসকের ভিন্ন মেরুতে অবস্থান বরং সাধারণ মানুষকে বেশি করে বিভ্রান্ত করছে ৷ তবে, কলকাতা পৌরনিগমের উপদেষ্টা চিকিৎসক চিন্তিত হওয়ার মত পরিস্থিতি হয়নি বলে দাবি করছেন ঠিকই ৷ কিন্তু, বিপদ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার থেকে, বিপদকে আশা থেকে আটকানোই বুদ্ধিমানের কাজ ৷ ফলে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সতর্কতামূলক ব্যবস্থা খুব একটা খারাপ নয় বলেই মনে করছে চিকিৎসকদের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.